সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক অফিস প্রোগ্রাম ‘অফিস ৩৬৫’ O365 নামেই পরিচিত। ২০১১ সালে বাংলাদেশে ও৩৬৫ চালুর কথা থাকলেও দ্রুতগতির ইন্টারনেট না থাকায় অনুমতি মেলেনি। ২০১৪ সালে বাংলাদেশে এ সেবাটি চালুর অনুমতি দেয় মাইক্রোসফট।
১২ মার্চ গুলশানে মাইক্রোসফট ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার জেইমি হারপার।
জেইমি হারপার বলেন, “মাইক্রোসফট অফিস ৩৬৫-এ বিভিন্ন ধরনের ক্লাউডভিত্তিক সেবা দেওয়া হবে। ল্যাপটপ, ডেস্কটপ, আইপ্যাড এমনকি স্মার্টফোনের মাধ্যমে আপনি মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক অফিস ৩৬৫ সেবা পেতে পারেন। ”
এ সম্পর্কে মাইক্রোসফটের পার্টনার টেকনোলজি এডভাইজর আবু সালেহ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যেসব ফিচার রয়েছে সবই এখানে রয়েছে। একবার মাইক্রোসফটের কাছ থেকে অফিস ৩৬৫ ভার্সন কিনলে, এর পরবর্তী ভার্সনগুলো বিনামূল্যে পাওয়া যাবে। ”
রাশেদুজ্জামান আরও জানান, অফিস প্রোগ্রামটির মাধ্যমে নতুন প্রতিষ্ঠানে প্রযুক্তিগত অবকাঠামো স্থাপন ব্যয়ও কমে আসবে।
উল্লেখ্য সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, ক্লাউডভিত্তিক অফিস ৩৬৫ সেবা কিনে ব্যবহার করতে হবে। বাংলাদেশে মাইক্রোসফটের প্রতিনিধিদের কাছ কিনতে দেশীয় মুদ্রায় সেবাটি কেনা যাবে। এছাড়া কেউ সরাসরি মাইক্রোসফটের কাছ থেকে অনলাইনে সেবাটি কিনতে চাইলে তাকে ডলারের মাধ্যমে কিনতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।