আমাদের কথা খুঁজে নিন

   

ফাইনালে ফেদেরার জোকোভিচ

শনিবার সেমি-ফাইনালে টুর্নামেন্টে চমক দেখানো ইউক্রেনের আলেক্সান্ডার দোলগোপোলভকে থামিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার।

সেমি-ফাইনালে ওঠার পথে দোলগোপোলভ হারিয়ে এসেছিলেন রাফায়েল নাদাল ও মিলোস রাওনিচদের মতো বড় তারকাকে। কিন্তু ফেদেরারের কাছে একদমই পাত্তা পাননি, হার মেনেছেন ৬-৩, ৬-১ গেমে।

শেষ চারের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের জন ইজনারকে হারাতে অবশ্য বেগ পেতে হয়েছে জোকোভিচকে। দ্বিতীয় বাছাই জোকোভিচ জিতেছেন ৭-৫, ৬-৭, ৬-১ গেমে।

ফেদেরার ও জোকোভিচের এটি হবে ৩৩তম লড়াই। যার মধ্যে ফাইনাল ৯টি। মোট লড়াইয়ে জোকোভিচের ১৫টি জয়ের বিপরীতে ফেদেরার ১৭টি জিতে এগিয়ে আছেন। তবে ফাইনালে দুজনেই জিতেছেন ৪ বার।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।