রহস্য
ভিডিও কলিং কোন অপরিচিত ব্যাপার নয়। দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণ ভিডিও কল করা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায়। ফ্রি ভিডিও কলিং এর জন্য বহুল ব্যবহার করা হয় স্কাইপ, ইয়াহু ইত্যাদি। এছাড়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেইসবুকেও চালু করা হয়েছে ভিডিও কলিং এর সুবিধা।
undefined আশ্চর্যজনক হলেও সত্য যে বিশ্বের প্রথম ভিডিও কল করা হয়েছিল ১৯৬৪ সালে।
কলটি করা হয়েছিল নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ায়void(0); অবস্থিত ডিজনিল্যান্ডে। ভিডিও কলটি করা হয়েছিল মড১ নামে একটি যন্ত্রের মাধ্যমে। এটি ছিল এক ধরনের পিকচার ফোন। যন্ত্রটি প্রথম প্রদর্শন করা হয় ১৯৬৪ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য মেলায়।
এ যন্ত্রে ছিল প্লামবিকন ক্যামেরাvoid(0); ও একটি ছোট সিআvoid(0);রটি (ক্যাথোড রে টিউব) ডিসপ্লে।
আজকের দিনের ল্যাপটপের ওয়েবক্যামের মতোই পিকচারফোনের ক্যামেরাটি ছিল স্ক্রিনের ঠিক ওপরে; যাতে ব্যবহারকারীদের কাছে মনে হয় তারা পরস্পরের চোখে চোখ রেখে কথা বলছেন। ছয় বছর পর পিকচারফোন বাণিজ্যিকভাবে বাজারজাত শুরু হয় পিটসবার্গে। কিন্তু আকার ও দামের কারণে যন্ত্রটি ব্যবহারে কেউই তেমন স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তবে পিকচারফোনের ধারণাটা জনপ্রিয়তা পেয়েছে ইদানীং। ডেস্কটপে স্কাইপ কিংবা আইপ্যাড-আইফোনে ফেসটাইম ব্যবহার করে সবাই এখন ভিডিও কলিংই করছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।