আমাদের কথা খুঁজে নিন

   

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো……

হে রাষ্ট্রপতি, " খাম্বার সামনে অবনত তুমি,মানবতার সামনে উদ্ধত" কেন জানি এই চরণখানি মনে পড়ছে আপনার কথা ভেবে। আপনি সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানাতে পারেন,অথচ মৃত্যুর সাথে পান্জা লড়তে থাকা মানুষদের একটু দেখতে যেতে পারলেন না, কেন বলবেন কি? হে প্রধানমন্ত্রী, আপনার প্রত্যাহিক আ্প্যায়ন ব্যয় প্রায় ৩ লাখ টাকা,অথচ সাভারে আমাদের মানুষেরা বাচাঁর জন্য একটু অক্সিজেন পায় না,উদ্ধারকাজ চালানোর যন্ত্রপাতি পায় না, ওষুধ চিকিৎসায় সরকারি সহযোগিতা পায় না…..এটা কি আপনার মনে একটু ও দাগ কাটে না? তাদের কাছে যেতে, বিশেষ কিছু করতে কি একবার ও মন চায় না? কেন? হে স্বরাষ্ট্রমন্ত্রী, মাফ করবেন,আপনাকে নিয়ে বলার মত কোন ভাষা আমার নেই। আপনার মত বিকৃত মস্তিষ্কের বুদ্ধি প্রতিবন্ধী কি করে মন্ত্রী হলেন বলবেন কি? হে রানা, তোমার প্রাণপ্রিয় সংগঠন আজ তোমায় রাস্তার কুকুরের মত বেওয়ারিশ ঘোষণা করেছে। সাভারে ৪০০ মানুষের মৃত্যুর অপরাধবোধ থেকে না হোক,এই করনেও কি তোমার মরে যেতে ইচ্ছা করে না? হে রাজ্উক কতৃপক্ষ, “লোভে পাপ আর পাপে মৃত্যু". কিন্তূ আপনাদের লোভের স্বীকার আজ সাধারণ মানুষ। আ র কত দুর্নীতি করলে আপনারা মানুষ হবেন বলবেন কি? আর কত লাশ পেলে আপনাদের ইঞ্জিনীয়াররা দুর্নীতি থেকে বিরত থাকবে?আ র কত আহাজারি আপনাদের মৃত মনুষত্তের জাগরণ ঘটাতে প্রয়োজন? হে সাংবাদিক, পেশাদারিত্ব কাকে বলে তা উদ্ধারকাজে নিয়োজিত দমকল বাহিনী,ডাক্তার,আর্মি এদের কাছ থেকে শিখুন।

আ র কতদিন আপনারা মিথ্যা,তথ্য সন্ত্রাস আর কথার ফুলঝুরি দিয়ে জনগণ কে ধোঁকা দিবেন? উদ্ধার কাজে সাহায্য করতে না পারেন,অবান্তর প্রশ্ন,সন্দেহপোষণ করে কি বুঝাতে চান আপনারা? হে হাইকোর্ট, আপনাকে ধন্যবাদ যে, ৪ দিন পর হলেও আপনি সাভারে অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছেন। আপনার ‘বেসিক’ থেকে বলবেন কি,একটা মানুষ অক্সিজেন ছাড়া কয়দিন বেচেঁ থাকতে পারে? হে মানবতাবাদী সুশীলসমাজ, ছোটবেলায় তেলাপোকা দেখলে ঘৃন্না লাগত,এখন আপনাদের দেখলে লাগ… কেন নিশ্চয় আপনারা জানেন,তাইনা??? হে উদ্ধারকর্মীরা, তোমাদের লাল সালাম,আমাদের সবার যে কাজ করার কথা ছিল,তার দায়ভার তোমরা নিজেদের কাধেঁ তুলে নিয়েছো.তাইতো আজ আমরা ফেসবুকে ফালাফালি করতে পারি। অন্তর তাকে তোমাদের জন্য দোয়া ও শুভকামনা..... হে Dutch Bangla bank, গনিত অলিম্পিয়াডে শিখেছিলাম, একটি রেখাকে না ছুয়ে/মুছে কিভাবে ছোট করা যায়…। । উত্তর হল, এর নিচেঁ একটি বড় রেখা টেনে…… আপনারাও দেখিয়ে দিলেন,সরকারকে কিছু না বলে কিভাবে তাদের ছোট করা যায় ভাল কাজের মাধ্যমে।

আফসস, বিরোধীদল যদি আপনাদের মত এভাবে চিন্তা করতো…। N.B. ডাক্তারদের নিয়ে নতুন কিছু বলার নেই। এতো কিছুর পরও কিছু মানুষ তাদের কসাই বলবে। But who cares… we are born to serve the humanity. আমার ফেসবুকে প্রকাশিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।