আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স, আই'পি নেটওয়ার্কিং, ICC Themes song (ফেণী কম্পিউটার ইন্সটিটিউট)

ফেনীর পোলা

যেহেতু এখন সারা দেশ ক্রিকেট নিয়ে বেস্ত তাই প্রথমে দেখুন আমাদের ফেণী জেলার ICC Themes song নিয়ে তৈরী ভিডিও টি.........



আজকে আমার ব্লগ লিখার উদ্দেশ্য হচ্ছে- আপনাদের কাছে আমার লিখা ২টি ই-বুকের সাথে পরিচয় করিয়ে দেয়া।
আশা করি আপনাদের ভালো লাগবে।

সম্পূর্ণ বাংলায় Linux Red hat Enterprise-5 টিউটরিয়াল
-------------------------------------------------------
বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেডহ্যাট এন্টারপ্রাইজ-৫


প্রযুক্তির সাথে যুক্ত সবাই কম বেশি linux সম্পর্কে জানেন। বর্তমানে linux এর কি গুরুত্ব তা নতুন করে আর কিছুই বলার নেই। উন্নত বিশ্বে linux খুব জনপ্রিয় হলেও আমাদের দেশে হাজেরে একজনও linux user খুজে পাওয়া যাবে না।

বাংলাদেশের প্রত্যেক কম্পিউটার ইউজারের কাছে লিনাক্সের ব্যবহার প্রচলন করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আমার লেখা “বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড-হ্যাট এন্টারপ্রাইজ-৫” বইটি পড়ে একজন সাধারণ কম্পিউটার ইউজার থেকে শুরু করে BSC/Diploma Engineering in CSE/CST/CT/Information science সহ সকল technical/non-technical যে কেও ঘরে বসেই নিম্নক্ত বিষয় সমূহ শিখতে পারবেন বলে আমি আশা করি।
- বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং বাস্তবায়নের কৌশল।
- LAN বাস্তবায়ন।
- বিভিন্ন NOS এর ব্যবহার এ প্রয়োগ।


- NOS হিসেবে Linux Red hat Enterprise-5 এর ব্যবহার
- Windows base Networking
- Linux base networking
- Cross networking
- Network administration
- FTP, NIS, NFS, SAMBA, PDNS, SDNS, DHCP, WEB, MAIL server configuration process in linux সহ আরো অনেক কিছু।

ডাউনলোড –


আই'পি নেটওয়ার্কিং:
------------------------------


ডাউনলোড:

Digital Data Packet আদান-প্রদানে ব্যবহ্নিত এবং IP Support করে এমন device সমূহ যেমন- কম্পিউটার, PDA, Note Book, Smart Phone ইত্যাদির সমন্বয়ে আই’পি নেটওয়ার্ক গড়ে উঠে। IP Network এর মধ্যে বর্তমানে ইন্টারনেট একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। যারা নেটওয়ার্ককে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক, কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে যাদের জানার আগ্রহ আছে, বিশেষ করে কম্পিউটার সাইন্স/টেলিকমিউনিকেশন/ইনফরমেশন সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী তাদের জন্য বইটি বিশেষ ভাবে উপকারে আসবে বলে আমি আশা করি।

যারা নেটওয়ার্কিং জগৎে সবেমাত্র পা দিয়েছেন তাদের সুবিধার কথা বিবেচনা করে বলছি- এই বইটি পড়ার আগে আপনাদের উচিৎ বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং কনসেপ্ট ক্লিয়ার করা, তার জন্য আমার লেখা “বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এন্ড লিনাক্স রেড হ্যাট এন্টার প্রাইজ - ৫” রেপারেন্স হিসেবে পড়তে পারেন।


মুরসালিন, ইয়াসিন, কোলো চাকমা সহ সকল বন্ধুদের আন্তরিক সহযোগীতায় একটি সফল টিম-ওয়ার্কের মাধ্যমে বইটি লেখা সম্পন্ন হয়েছে। এই বইটি লেখার পিছনে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই।
বর্তমানে ই-বুক লেখাকে আমি পেশা হিসেবে গ্রহণ করেছি তাই এই বইয়ের বিনিময়ে পাঠকদের কাছ থেকে শুভেচ্ছা মূল্য পেতে আশা করছি। বইটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত প্রদানের জন্য আমার Face Book Page: https://www.facebook.com/ourbd24 এ দয়াকরে একটা লাইক দিন আর হাতে সময় থাকলে আমার মোবাইল নাম্বারে কল দিতে পারেন এতে আমার ই-বই লিখার উৎসাহ আরো বহুগুণ বাড়বে বলে আশা করি।
Technology নিয়ে সম্পূর্ণ শুদ্ধ বাংলায় বই লিখা আমার মত অল্পবিদ্যার (ডিপ্লোমা ইন্জিনিয়ারিং) ছাত্রের পক্ষে খুব কঠিন একটা কাজ, তাই লিখার সুবিধার জন্য আমি বইটি বাংলিশ পদ্ধতিতে লিখেছি।

অনিচ্ছাকৃত ভূলত্রুটি, মুদ্রণ জনিত সমস্যা এবং আমার জ্ঞাণের সীমাবদ্ধতার জন্য এই বইতে কিছু ভূল ত্রুটি থাকতে পারে তাই আমি আন্তরিক ভাবে দু:খিত।
পাঠকদের যে কোন গঠন মূলক পরামর্শ কামনা করছি।
-মো:শরিফুল ইসলাম লিংকন-





অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.