আমাদের কথা খুঁজে নিন

   

রাশিয়া ও ইউক্রেনের ২১ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

রাশিয়া ও ইউক্রেনের ২১ জন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এসব ব্যক্তিদের ভ্রমণের ওপর কড়াকড়ি ও তাদের সম্পদ জব্দকরণ। ইউক্রেনের স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় গণভোটকে কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তিরা ক্রিমিয়ার গণভোট আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হচ্ছে। এ গণভোটের ফলে ক্রিমিয়া ইউক্রেন থেকে আলাদা হয়ে গিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।গতকাল রবিবার এ ভোট অনুষ্ঠিত হয়। এতে ৯৭ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযুক্তির পক্ষে রায় দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।