আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাটে বিজিবির পিটুনিতে আহত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

উপজেলা নির্বাচনে বাগেরহাটের ফকিরহাটে গত ২৭ ফেব্রুয়ারি বিজিবির পিটুনিতে আহত হন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে গত ২৭ ফেব্রুয়ারি শাইয়া কেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে নিয়ামত হোসেনকে মারধর করে বিজিবির সদস্যরা। আহতাবস্থায় তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই দিন পর স্ট্রোক করলে তাকে খুলনার আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রবিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শরীফুল কালাম কারীম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।