আমাদের কথা খুঁজে নিন

   

অনশনে যাচ্ছে নিখোঁজ বিমান যাত্রীদের পরিবার

অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন মালয়েশিয়ার নিখোঁজ বিমানে থাকা চীনা যাত্রীদের আত্মীয়স্বজনরা। আজ মঙ্গলবার তারা হুমকি দেন। একই সঙ্গে তারা মালয়েশীয় কর্মকর্তাদের কাছ থেকে নিখোঁজ বিমান সম্পর্কে সদুত্তরেরও দাবি জানান।

গত ৭ মার্চ শুক্রবার দিবাগত রাত স্থানীয় সময় ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ ফ্লাইটের বিমানটি নিখোঁজ হয়ে যায়। বিমানে ১৪টি দেশের ২৩৯ জন যাত্রী ও বিমানকর্মী ছিলেন।

এর মধ্যে ১৫৩ জন যাত্রী ছিলেন চীনের।

নিখোঁজ বিমানে থাকা এক ব্যক্তির বাবা ওয়েন ওয়ানচেং বলেন, ‘আমরা কোনো খবর জানি না এবং আমরা সবাই খুবই উদ্বিগ্ন।

তিনি বলেন, নিখোঁজ যাত্রীদের আত্মীয়স্বজনরা বলাবলি করছেন, তারা মালয়েশীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে দেশটির দূতাবাসে যাবেন।

বেইজিংয়ে একটি হোটেলে মালয়েশিয়ার বিমান কর্মকর্তা ও নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে এক নিয়মিত বৈঠকের পর ওয়েন এ কথা বলেন।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রদূতের এখানে সশরীরে হাজির হয়ে নিখোঁজ চীনা যাত্রীদের ব্যাপারে তথ্য জানানো উচিত।

কিন্তু তিনি আসেন না। নিখোঁজদের আত্মীয়স্বজনরা সবাই খুবই নাখোশ। তাই তারা অনশনে যাওয়ার কথা ভাবছেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, বেইজিংয়ের ওই হোটেলের বাইরে এক নারী 'আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দাও' লেখা একটি প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, নিখোঁজদের আত্মীয়স্বজনরা অনশনে যাচ্ছেন।

তবে ঠিক কতজন এ অনশনে যাচ্ছেন সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এমনকি তার নামও জানাতে চাননি।

তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, যতদিন তারা আমাদের প্রিয়জনদের সম্পর্কে সত্য কথা বলবে না, ততদিন আমরা প্রতিবাদ করে যাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.