আমাদের কথা খুঁজে নিন

   

আমরণ অনশনে শহীদ রুমি স্কোয়াড এবং কিছু চুচিলের চুলকানি

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... ক্ষুধার তীব্রতার কাছে ঠিকই হার মানবে, আবেগ উবে যাবে... অনেকেই হয়ত এভাবে চিন্তা করে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এই ছেলেগুলো যে সাহস, দেশপ্রেম আর প্রতিজ্ঞায় ভর করে এই উদ্যোগ হাতে নিয়েছে, তার প্রতি যথার্থ সম্মান জানানোর ভাষা নাই। আমরণ অনশন করতে বুকে ঐটা থাকা লাগে, শহীদ রুমি স্কয়াডের ঐটা আছে, অহিংস আন্দোলনের শেষ পথ হলো রাস্তা আমরণ অনশন এটা বেলুন ওড়ানো কিংবা আকাশের ঠিকানায় চিঠি পাঠানো টাইপের জিনিস না, যেসব চুশীল অনশনকে সমর্থন দিতে পারছেন না তাদের বলি, কামের কাম তো করতে পারবেন না,খালি বাগড়াটা ভালো মতই দিতে পড়বেন মুড়ির দাম কম আছে . . .। জাহানারা ইমামের ছবিটা দাঁড় করানোর জন্য কি পরমাণ কষ্ট তারা করেছেন তা নিজের চোখে দেখেছি, তাদের ডেডিকেশন কোন পর্যায়ে সেটা আমাদের তথাকথিত চুশীলরা ধরতে পারছেন না, আমাদের ইংলিশ ম্যাডাম বলতেন "বাঙ্গালী নিজে ওপরে ওঠে না, অন্য কেউ উঠতে গেলে টেনে নামিয়ে দেয়।" আরে ভাই কাম না থাকলে মুড়ি খা, অনশনের পিছনে লাগস ক্যান !!! শহীদ রুমি স্কয়ারডের সকল বিপ্লবীদের শুভেচ্ছা, এই রুমি স্কয়ারডের কর্মীরা আন্দোলনের প্রথম থেকে কাজ করে আসছে নীরবে শাহবাগে "শহীদ জননী জাহানারা ইমাম" এর বিরাট পোট্রেটটা তাদেরই বানানো, মাত্র কয়েকদিনে এই বিরাট ছবিটি তারা তৈরি করেছিল কয়েকজন ভলেন্টিয়ারদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে, জাগরণ মঞ্চের অনেকেরই তা অজানা প্রত্যেকটা মহাসমাবেশের আগে বিতরণ করা হয়েছে অসঙ্খ্য লিফলেট, লক্ষ একটাই মানুষকে সংগঠিত করা, আমাদের দাবীগুলোর সাথে পরিচিত করা, অবশেষে দাবী আদায়ের জন্য আমরণ অনশনে নেমেছেন রুমি স্কয়ারডের সাত জন, এবার জয় আমাদের হবেই, রুমি স্কয়ারড হারতে জানে না, যেমন জানতেন না শহীদ মুক্তিযোদ্ধা রুমি নিলয়'দাকে শুভেচ্ছা, সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকব জয় বাংলা void(1);

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.