আমাদের কথা খুঁজে নিন

   

বক্স অফিসের শীর্ষে ‘কুইন’

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, এক সপ্তাহ পরে মুক্তি পাওয়া সোনম কাপুরের সিনেমা ‘বেওয়াকুফিয়া’কে পেছনে ফেলে অনেকদূর এগিয়ে গেছে ‘কুইন’।

প্রথম সপ্তাহে যেখানে ‘বেওয়াকুফিয়া’র সংগ্রহ ছিল ৪ কোটি ৭৪ লাখ রুপি, সেখানে ‘কুইন’ আয় করেছে ২১ কোটি রুপি, জানিয়েছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।

সিনেমা পরিবেশক মাল্টিমিডিয়া কম্বাইনসের মালিক রাজেশ থাডানি বলেন, “চমৎকার ব্যবসা করছে ‘কুইন’। এখনও অনেক সিনেমাহল হাউজফুল হয়ে আছে। যদিও এক সপ্তাহ পরে মুক্তি পেয়েছে ‘বেওয়াকুফিয়া’, তবে তা ‘কুইন’এর ব্যবসায় কোনো প্রভাব ফেলতে পারেনি।

ভিকাশ বেহল পরিচালিত সিনেমা ‘কুইন’ মুক্তি পেয়েছে মাধুরী দী¶িত এবং জুহি চাওলা অভিনীত বহুল প্রতী¶িত সিনেমা ‘গুলাব গ্যাং’এর সঙ্গে। একই দিনে মুক্তি পেয়েছিল ইয়ামি গৌতম অভিনীত ‘টোটাল সিয়াপ্পা’।

মুক্তির আগেই অনেক আলোচনায় ছিল ‘গুলাব গ্যাং’, সেই তুলনায় ‘কুইন’এর প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমই ছিল। কিন্তু শেষমেশ বক্স অফিসে ‘গুলাব গ্যাং’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ‘কুইন’।

এমনকি কমেডি ধাঁচের প্রেম কাহিনী ‘টোটাল সিয়াপ্পা’ও তেমন সুবিধে করতে পারেনি কঙ্গনার ‘কুইন’এর সামনে।

চলতি সপ্তাহে ইয়াশ রাজ ফিল্মসের সিনেমা ‘বেওয়াকুফিয়া’র সঙ্গে প্রতিযোগিতা করছে ‘কুইন’। সোনমের সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

ব· অফিস বিশ্লেষক রাজেশ থাডানি আরও জানান, ভারতের বাইরেও মাল্টিপ্লে· সিনেমাহলগুলোতে বাড়ছে ‘কুইন’এর ব্যবসা। তবে ‘বেওয়াকুফিয়া’র আয় এখনও আশানুরূপ নয়।

নারীকেন্দ্রিক ‘কামিং অফ এইজ’ ধাঁচের সিনেমা ‘কুইন’এর মূল চরিত্রে আছেন কঙ্গনা রানাউত।

এধরনের সিনেমার প্রচলন হলিউডে থাকলেও বলিউডে এই প্রথম।  

‘কুইন’এর কাহিনী গড়ে উঠেছে ২৪ বছর বয়সী ভারতীয় মেয়ে রানীকে নিয়ে। র¶ণশীল পরিবারের মেয়ে রানীর বিয়ের দুইদিন আগে তার হবু স্বামী তাকে বিয়ে করতে অপারগতা জানায়। তখন স্বামীকে ছাড়া একাই হানিমুন করতে প্যারিস এবং আমস্টারডাম পাড়ি দেয় রানী।  




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।