দেশের বাহিরে অন লাইন এ খেলা দেখার সময় যদি অজু ভেঙ্গে যাওয়ার মত এড স্ক্রিন এর চারপাশে ঘুর ঘুর করে তবে নিচের ব্রাউজার এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারেন :
গুগল ক্রোমের জন্যে :
https://chrome.google.com/webstore/detail/adblock/gighmmpiobklfepjocnamgkkbiglidom?hl=en
মজিলা ফায়ার ফক্স এর জন্যে :
https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/?src=search
সাফারীর জন্যে :
https://getadblock.com/
ইন্টারনেট এক্সপ্লোরার এর জন্যে :
http://simple-adblock.com/
এটা শুধু খেলা দেখার জন্য না বা দেশের বাহিরে ব্যাহার এর জন্য না । যেকোনো সময়, যেকোন জায়গায় ব্যবহার করতে পারেন, ইন্টারনেট এ 'গায়ে-পড়া' এড অফ করার জন্য এই এক্সটেনশন গুলোর তুলনা নেই।
যে সাইট গুলো ভালো এড দেয় তাদের টা অন রাখতে পারেন। আফটার অল , সকলের তরে সকলে 'আমরাইতো'। বিল গেটস নানার ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার না করাই শ্রেয়। কোন এক অদ্ভূত কারণে বিল গেটস নানা এই প্রডাক্ট টা সহজ করে বানাননি।জটিল, বড়ই জটিল। অবশ্য নানা আর কত দিবেন। ওনার জন্যইতো কম্পিউটার আজ ঘরে ঘরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।