আমাদের কথা খুঁজে নিন

   

কুকুরের দাম ২ মিলিয়ন ডলার

২ মিলিয়ন ডলারে চীনে বিক্রি হয়েছে একটি তিব্বতীয় মাসটিফ কুকুর ছানা। গতকাল বুধবার কিয়াংজিয়াং ইভিনিং নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এটি এ যাবত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কুকুর।

এক আবাসান খাতে বিনিয়োগকারী এক বছর বয়সী সোনালী চুলের মাসটিফটির মালিকানা পেতে খরচ করেছেন ১২ মিলিয়ন ইয়ান। ডলারের সমমূল্যে যা দাঁড়ায় ১.৯ মিলিয়ন ডলার। ঝেজিয়াং প্রদেশের একটি 'বিলাসী পোষা পশু' মেলায় কুকুরটি বিক্রি হয়।

কুকুরটির পালক জ্যাং ইয়ুন দাবি করেন, কুকুরটির শরীরে সিংহের রক্ত বইছে। তিনি একই প্রজাতির লাল চুলের আরেকটি কুকুর বিক্রি করেছেন ৬ মিলিয়ন ইয়ানে। হিংস্র ও অনেকটা সিংহের মতো দেখতে তিব্বতীয় মাসটিফের মালিকানা চীনের ধনীদের কাছে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত। তাই এদের দামও আকাশছোঁয়া।

সোনালী চুলের সারমেয়টি ৮০ সেমি (৩১ ইঞ্চি) লম্বা এবং ওজনে ৯০ কেজি (২০০ পাউন্ডের কাছাকাছি)।

জ্যাং জানান, জাতীয় সম্পদ পান্ডার মতোই খাঁটি তিব্বতীয় মাসটিফ খুব দুর্লভ। এ কারণে এর দাম বেশি।

২০১১ সালে লাল রঙা ‘বিগ স্পেলাস’ নামে একটি মাসটিফ ১০ মিলিয়ন ইয়ান (১.৫ মিলিয়ন ডলার) মূল্যে বিক্রি হয়। তখনকার সময়ে এটি ছিল রেকর্ড মূল্য।

প্রতিবেদনে বলা হয়, কিয়াংডাও থেকে আসা ৫৬ বছর বয়সী ক্রেতা আশা করছেন তিনি নিজের জন্য এই কুকুরের প্রজনন ঘটাবেন।

এদিকে মাসটিফ প্রজনন সম্পর্কিত একটি ওয়েবসাইট জানায়, বেইজিংয়ের মেলায় গত বছর একটি মাসটিফ বিক্রি হয়েছিল ২৭ মিলিয়ন ইয়ানে। কিন্তু জু নামে এ সম্পর্কিত একজন বিশেষজ্ঞ মনে করেন, কুকুরের উচ্চমূল্য দেখানো অভ্যন্তরীণ কোনও চুক্তির ফলাফল হতে পারে। এর মাধ্যমে বাজারে কুকুরগুলোর মূল্য বেড়ে যাবে।

তার মতে, অনেক উচ্চমূল্য লেনদেনের মাধ্যমে কুকুর পালনকারীরা নিজেদের কুকুরের দাম বাড়িয়ে নেয়। আসলে কোনও টাকারই হাতবদল ঘটে না।

কুকুরটির মালিক জানায়, মাসটিফের পূর্বপুরুষদের মধ্য এশিয়া ও তিব্বতের যাযাবর উপজাতি গোষ্ঠীগুলো শিকারের কাজে ব্যবহার করত। কুকুরগুলো প্রচণ্ড অনুগত ও নিরাপত্তা দানকারী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।