আমাদের কথা খুঁজে নিন

   

লেকচার বাদদিয়ে কাজকরি, টেকটিউনসকে আরো সমৃদ্ধ করি।

Ads by Techtunes - tAds

সবার প্রতি সালাম ও শুভ কামনা জানীয়ে শুরু করছি আজকের টিউন। প্রথমেই একটা কথা বলতে হচ্ছে জানা-অজানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা জ্ঞ্যন বিকাশের একটি অংশ। তাই জানা-অজানার আলোকেই আজকের টিউন।

টেকটিউনস এ আমার মাঝে মধ্যই চোখ পড়ে কিছু বাঘা বাঘা টিউনারদের টিউন যা থেকে কাজের জিনিস বা প্যকটিক্যাল নলেজ ও প্রয়োজনীয় জিনিসের চাইতে শধু অপ্রয়োজনীয় বক্তিতাই বেশি পাওয়া যায়। যেমন এসইও করতে এটা এটা করুন এটা থেকে বিরত থাকুন।

কিন্তু তিনি একবারো বলেননা এসইও করতে এটা আপনার প্রয়োজন এটা আপনি ওখানথেকে পাবেন, বা আপনি যদি এটা করেথাকেন তবে ভুল করেছেন, এটার সমাধান এভাবে এভাবে এইখান থেকে পেতে পারেন।

অথচ নিজের নামের সাথে এসইও এক্সপার্ট বা ওমুক আইট কম্পানির প্রশিক্ষক, অথবা ওমুক আইটি টিমের চিফ। কিন্তু তিনারা একবারো বোঝার চেষ্টা করেননা যে তাদের নামের এই পদবি গুলোর কারনে আমরা অনেকেই তাদের থেকে ভালো কিছু পাওয়ার জন্য তাকিয়ে থাকি। আর তিনারা যখন টিউন করেন, তখন লেকচার ছাড়া কিছুই পাইনা। অথচ তিনারা যে লেকচারগুলো দেন, তার সাথে কিছু প্র্যকটিকাল ট্রিকস ও দিতে পারেন।

অথচ পদ-পদবী ছাড়া মাঝারী টিউনারদের কাছ থেকে যা পাই তা আসলেই অনেক কাজের। যেমন অনেকেই ভালো ভালো টিউটিরিয়াল করে। হাতে কলমে সেখান থেকে অনেক কিছুই শেখা যায়। আর বাঘা টিউনার গুলোকে দেখা যায় তার পর পরই একটা টিউন করে যা থেকে লেকচার ও শিখা জিনিসগুলোর উপর কনফিউশন তৈরী করা ছাড়া কিছুই পাওয়া যায়না।

যদিও আমি একজন ছোট টিউনার তথাপি পদ-পদবীধারী বাঘা টিউনারদের যে সমস্ত টিউন আমার নিকট অপ্রয়জনীয় মনে হয়েছে তার উপরই একটা মুক্ত মত প্রকাশ করলাম মাত্র।

এতে কারো খারাপ লাগলে দুখিঃত। তবে বিশ্বের বাংলা প্রযুক্তির বৃহত ব্লগ টিকটিউনসকে আরো সমৃদ্ধ করতে আলোচনা সমালচানর প্রয়োজন আছে বলেই আমি মনেকরি। যেমনটি প্রযুক্তি বিষয়ক ইংরেজি বড় বড় ব্লগ গুলোতে দেখা যায়। আবারো বিশ্বের বাংলা প্রযুক্তির সর্ববৃহত ব্লগ টেকটিউনস এর ও এর সাথে সম্পৃক্ত সকলের শুভ কামনা করে শেষ করছি।

এম আব্দুল্লাহ



সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।