আমাদের কথা খুঁজে নিন

   

মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার জীবনি মুবারক উনার বেমেছাল মর্যাদাপূর্ণ ঘটনা সমূহ (পর্বঃ২)

যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,- পূর্ব প্রকাশিতের পর পড়ুন ঘটনাঃ১ এই লিংকে Click This Link ঘটনাঃ ২ ............................. আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী,হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার যিনি সম্মানিত পিতা এবং শায়েখ, বেমেছাল বুযুর্গ, আল্লাহপাক উনার খালিছ ওলী শায়খ হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি তিনি আফযালুল আউলিয়া, হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার বিলাদত শরীফের কয়েক দিন পুর্বে একটি মুবারক স্বপ্ন দেখলেন যে উনার সীনা মুবারক হতে এক খন্ড বৃহত্‍ নুর বের হয়ে উনার সামনে বিশাল এক মজলিসে একজন জোতির্ময় ব্যক্তি জাহির হলেন এবং উনার সামনে সমস্ত বিদ আত, বেশরা,কুফরী, শিরকী, বাতিল, গোমরাহদের কে ভেড়া-বকরির আকৃতিতে আনা হল এরপর সেই মহান পুরুষ একটি তরবারী দিয়ে সকল ভেড়া বকরি গুলোকে জবাই করছিলেন আর গাইব থেকে আওয়াজ হচ্ছিল কুরআন শরীফ উনার একটি আয়াত শরীফ যার অর্থ হল সত্য এসেছে মিথ্যা দুরীভূত হচ্ছে। নিশ্চয়ই মিথ্যা দুরীভূত হবার উপযুক্ত। যখন শায়েখ আহাদ রহমাতুল্লাহি আলাইহি এই মুবারক স্বপ্ন দেখলেন তখন উনি চিন্তা করতে লাগলেন যে ব্যপারটি কি হল। তাই ভোরে উনি উনার প্রতিবেশী এবং কাদেরিয়া ত্বরিকার বিশিষ্ট বুযুর্গ হযরত কামাল কায়থালী রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট এই মুবারক স্বপ্নটি বর্ণনা করলেন তখন হযরত কামাল কায়থালী রহমাতুল্লাহি আলাইহি উনার বর্ণনা শুনে বললেন আপনি একটি উত্তম স্বপ্ন দেখেছেন নিশ্চয়ই আপনার বংশে এমন এক সুমহান বুযুর্গ আল্লাহ পাক উনার ওলী আসবেন যিনি জমিন থেকে সকল কুফরী, শিরকী, বিদআতি, খারাবী নিশ্চিহ্ন করে দিবেন। এবং দ্বীন ইসলাম কে জিন্দা করবেন।

সুবহানাল্লাহ। এর মাত্র কিছুদিন পর এই জমিন কে আলোকিত করে এই জমিনে হাজার বছরের মুজাদ্দিদ আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী,হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনি বিলাদত শরীফ লাভ করলেন। সুবহানাল্লাহ! জন্মের পর হতেই আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী,হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনি অধিকাংশ সময় অসুস্থ থাকতেন। তাই উনার সম্মানিত পিতা উনি উনার প্রতিবেশী এবং কাদেরিয়া ত্বরিকার বিশিষ্ট বুযুর্গ হযরত কামাল কায়থালী রহমাতুল্লাহি আলাইহি উনার নিকট আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী,হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনাকে নিয়ে গেলেন। উনি যখন হযরত কামাল কায়থালী রহমাতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে পৌছালেন আর শিশু হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনাকে দেখেই হযরত কামাল কায়থালী রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন এইতো এইতো সেই শিশু যাকে আপনি স্বপ্নে দেখেছেন।

সুবহানাল্লাহ। এরপর হযরত কামাল কায়থালী রহমাতুল্লাহি আলাইহি উনি আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী,হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনাকে কোলে তুলে নিলেন এবং হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার জিহ্বা মুবারক চুসতে লাগলেন। কিছুক্ষণ জিহ্বা মুবারক চুসার পর বাবা কামাল কায়থালী রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন এই শিশু আজ কাদেরিয়া ত্বরিকার সকল নিয়ামত মাকামাত যা কিছু ছিল সব কিছুই হাসিল করে ফেললেন । সুবহানাল্লাহ! সুতরাং তিনি কত বড় ও বেমেছাল বুযুর্গ ছিলেন তা সহজেই বোঝা যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.