যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,- ঘটনাঃ১ ............................. আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, কাইয়্যুমে আউয়াল, মুজাদ্দিদে যামান, মাহবুবে সুবহানী,হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমাতুল্লাহি আলাইহি উনার যিনি সম্মানিত পিতা এবং শায়েখ, বেমেছাল বুযুর্গ, আল্লাহপাক উনার খালিছ ওলী শায়খ হযরত আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিছাল শরীফ-এর সময় বারবার বলতেছিলেন যে, আমি এখন আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতটা অনুভব করতেছি আমার অন্তরের মধ্যে। এটা বলতে বলতে তিনি বিছাল শরীফ লাভ করেন। হযরত মুজাদ্দিদে আলফে সানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তখন বিষয়টা ফিকির করিনি ব্যাপারটা কি? কিন্তুপরবর্তী সময় আমি যখন ফিকির করলাম তখন বুঝতে পারলাম আসলে বিষয়টা হচ্ছে যে, উনার যিনি পিতা এবং শায়খ তিনি আসলেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বতে গরক থেকে তিনি বিছাল শরীফ লাভ করেছেন। সুবহানাল্লাহ! আহলে বাইত আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত জুযই ঈমান, ঈমানের অঙ্গ। যে ব্যক্তির অন্তরে উনাদের মুহব্বত থাকবে অবশ্যই সে খালিছ ঈমানদার এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।