তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে বলে বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে।
লাহোরের কাছে শহরতলীতে নওয়াজের বাগানবাড়িটির অবস্থান।
বাড়িটির এক মালী মঙ্গলবার বাগানের এক জায়গায় ময়ূরটির মৃতদেহ দেখতে পান। এখানে ময়ূরসহ অন্যান্য পাখিরা অবাধে বিচরণ করে থাকে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনার ব্যাপারে সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) আরশাদকে জানানো হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে এসপি আরশাদ ওই বাগানবাড়িতে কর্মরত পুলিশের তিন কনস্টেবলকে বরখাস্ত করেন।
প্রথম দিকে আরশাদ বনবিড়ালে ময়ূর খেয়ে ফেলার ঘটনা অস্বীকার করে বলেছিলেন, যথাসময়ে দায়িত্ব পালনে হাজির না হওয়ায় কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
বরখাস্ত হওয়া একজন পুলিশ কনস্টেবল জানান, বুধবার ২১ পুলিশ কনস্টেবলকে কারণ দর্শাও নোটিশ দিয়ে ডেকে পাঠানো হয়।
তিনি আরো বলেন, “কনস্টেবলরা জানিয়েছেন, তারা যথাযথভাবেই দায়িত্ব পালন করেছেন। কিন্তু রাতে একটি বিড়াল ময়ূর খেয়ে ফেলতে পারে তা ধারণাও করতে পারেননি।
”
পরবর্তী পর্যায়ে ২১ পুলিশ কনস্টেবলের মধ্যে ১৮ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও ৩ কনস্টেবলকে বরখাস্তের নির্দেশ দেন। ওই তিনজনের দায়িত্ব পালনের সময় ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।