প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ৭ মার্চ পরিত্যক্ত এক ওয়ালেট থেকে ওই বিপুল পরিমাণ বিটকয়েন উদ্ধার করে এমটি. গক্স।
বৃহস্পতিবার প্রকাশিত এক পিডিএফ বিবৃতিতে প্রতিষ্ঠানটির সিইও মার্ক কারপেলেস বলেন, “আমরা ভেবেছিলাম আমাদের পুরানো কোনো ওয়ালেটেই কোনো বিটকয়েন বাকি নেই, কিন্তু ৭ মার্চ ১,৯৯,৯৯৯.৯৯ বিটকয়েন খুঁজে পেয়েছি। ”
খুঁজে পাওয়া বিটকয়েনগুলো একটি অফলাইন স্টোরেজে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এমটি. গক্স। আর বিটকয়েন উদ্ধারের ব্যাপারে প্রতিষ্ঠানটি নিজেদের আইনজীবীকে জানিয়ে দিয়েছে ৮ মার্চেই।
শীর্ষ বিটকয়েন এক্সচেঞ্জগুলোর একটি ছিল এমটি. গক্স।
কিন্তু ব্যবহারকারীদের সাড়ে ৭ লাখ এবং নিজস্ব ১ লাখ বিটকয়েন হ্যাকাররা চুরি করে নিয়েছে বলে ফেব্রুয়ারি মাসে নিজেদের দেউলিয়া ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
এমটি. গক্স নিজেদের দেউলিয়া ঘোষণা করার পর, হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছিলেন প্রতিষ্ঠানটির সিইও মার্ক কারপেলেস। কারপেলেসের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিল ওই হ্যাকার। তার দাবি ছিল, চুরি হওয়া সাড়ে ৮ লাখ বিটকয়েনের মধ্যে ২ লাখ বিটকয়েন কারপেলেস নিজেই সরিয়ে নিয়েছিলেন। দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে বেশকিছু জিপ ফাইলও পোস্ট করেছিল ওই হ্যাকার।
তবে এমটি. গক্সের দাবি ওই হ্যাকার জালিয়াতির অভিযোগ আনার আগেই খোঁজ মিলেছিল ওই ২ লাখ বিটকয়েনের।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।