জগতটা হত যদি রুপকথার
অতঃপর তাহারা সুখে শান্তিতে
বসবাস করিতে লাগিল
নটেগাছটি মুড়াল
আমার গল্প ফুরালো।
রুপকথা শেষ হয়
যখন
বাস্তব কি আরম্ভ হয়
তখন?
ভাবি সেভাবে
বলি এভাবে
বাস্তব কঠিন ভারী
নয় তোমার রুপকথা।
ভেবে কি দেখেছি
বিশ্লেষন কি করেছি
রুপকথায় জীবন
বেশী বেদনার
অনেক কষ্টের।
বরফ রাজকন্যা
অথবা স্লিপিং বিউটি
সাতবার মৃত্যু যন্ত্রনার পর
দেখা পেয়েছিল প্রিয়তম রাজপুত্রের।
সিন্ডারেলা পরিচিত ছিল
কয়লা মেয়ে তার কালিঝুলি মাখা
সবসময় কয়লার চুলায়
দিন পার করায়।
রুপকথা বাস্তব সব জায়গায়
জীবনের অর্থ একই।
পেতে হলে ছাড়তে
যে হয় বেশী।
করতে হয় সম্পদ অর্জন
দিয়ে অনেক বিসর্জন।
এ সিষ্টেম যেন প্রকৃতির
খোদার এ পৃথিবীর।
সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালবাসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।