গ্রুপ ডিসকাশনে সাধারণত প্রার্থীরা ৫ থেকে ১০ জনের দলে ভাগ হয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করে। এ ডিসকাশনে শুধু কমিউনিকেশন বা নেটওয়ার্কিং দক্ষতা বিচার করা হয় না। অনেকেরই ভুল ধারণা আছে এ বিষয়ে। অনেক তরুণ-তরুণীই ভাবেন নিজে যতটা বেশি সময় ধরে অনর্গল ইংরেজিতে কথা বলে যেতে পারেন ততই ভালো হবে। আসলে তা কিন্তু ঠিক নয়। সবাই একই সঙ্গে কথা বলার চেষ্টা করলে প্রকৃত কোনো আলোচনাই হয় না। অন্যের জন্য অপেক্ষা না করে নিজে আলোচনা শুরু করার উদ্যোগ নিতে হবে। আলোচনায় একই প্রসঙ্গে অপ্রয়োজনীয়ভাবে আবদ্ধ হয়ে পড়লে প্রসঙ্গান্তর করে আলোচনাকে যথার্থ রাস্তায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।