আমি বিজয় নিয়ে তবেই বাড়ি ফিরব মা... রুশান গম্ভীর চোখে কি যেন ভাবে, কেমন দাগ লেগে যায় মনে- কি ভাবে সে, এতটুকু ছেলে, খেলনা হাতে মায়ের কোলে। সে হয়ত জানেনা কিন্তু বুঝতে পারে, এক নির্মমতার ছবি মনকাড়ে। ব্যাকুল হতে ব্যকুল মা-বাবা, ১০ লক্ষ টাকার প্রয়োজন রুশানের জন্য, শুকনো মুখগুলো দুশ্চিন্তায় গিলছেনা অন্য। বিদেশে যেতে এত টাকা, কান্যা নেমে আসে, ব্লগাররা এক হয়েছে সহযোগিতা করতে পাশে। দেশে-বিদেশে যে যেখানে যেমন সামর্থ, পাঠাচ্ছে তারা রুশানকে বাঁচাতে অর্থ । আপনার ১ টি টাকা বাঁচাতে পারে তাকে, এগিয়ে আসুন মানবতার এই মহান ডাকে। যেখানে থাকুন বিকাশ করুন কিংবা ব্যাংকে, এগিয়ে আসুন এগিয়ে আসুন মানবতার ডাকে। বিকাশ করুণঃ01972-269085 ব্যাংক দেশ কিংবা বিদেশেঃ Name : Md. Golam Rabbani Chowdhury Bank Name : Al-Arafah Islami Bank Limited Branch : Gulshan, A/c # : 0541120017586 ( Swift code : ALARBDDHO86 ) রুশান সম্পর্কিত বিস্তারিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।