আমাদের কথা খুঁজে নিন

   

রুশান.. এবং আমার রুশান

আমি মাঝে মাঝেই ভাবি খুব বড় একটি খাটে আমার এবং আমার স্ত্রীর মাঝখানে ফুটফুটে একটি বাচ্চা শুয়ে আছে। আমরা দুজনেই তার গায়ে আলতো করে হাত দিয়ে রাখব যেন সে ভয় না পায়। তবুও হয়ত মাঝে মাঝে ভয়ের কোন স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যাবে, আমি এবং আমার স্ত্রী আদুরে গলায় বলব- আহালে বাবুটা আমার, কেন কান্না করে.. বাবুটা কি দুদু খাবে.. বাবুটা কি স্বপ্ন দেখে ভয় পেল?.. কি হয়েছে আমার বাবুটার .. পরম করুনাময় যদি কখনও আমাকে সন্তান দেয়, আমি চেষ্টা করব প্রচন্ড ভালোবাসায় তাকে বড় করতে। কিন্তু আমাদের এই রুশানের সেই ভাগ্য হয়নি। তার বাবা তার কোন খোজ রাখেনি।

রুশানের মা প্রচন্ড কষ্টে রুশানকে বড় করছে। আর সেই রুশান এখন চলে যাচ্ছে অজানার পথে। রুশান এবং আমার কল্পনার বাবুটার মাঝে অনেক অনেক মিল। দুজনেরই মুখভরা মায়া। যদি আমার কল্পনার রুশানের এমন কিছু হত আমি কি করতাম ? আসলে এরকম কোন অবস্হায় নিজেকে কল্পনা করতে চাচ্ছিনা।

তবে আমি জানি, এই রুশানের পাশে আমি আছি। এখানে সেখানে কত টাকাই তো খরচ হয়ে যায়। আমার শুধু চেষ্টা থাকবে রুশান যেন আর না বলে- আমি রুশান বাবু চলে গেলে, তোমরা আমাকে কোথায় পাবে? আমি শুধু চাই রুশান হেসে খেলে বড় হবে- ঠিক আমার রুশানের মতন। যদি কোনদিন সময় হয়, একদিন রুশানকে দেখে আসব, কোলে নিয়ে বলব- রুশান বাবা তুমি অনেক অনেক বড় হও, পরম করুনাময় যেন তার মঙ্গলময় চাদর তোমার উপর সবসময় বিছিয়ে রাখে। নোট: আমি, আমার কাজিন অদিতি এবং আমার এক বন্ধু শামিম মিলে পনের হাজার টাকার মতন দিব ইনশাল্লাহ।

যত তাড়াতাড়ি সম্ভব আমি শিপু ভাইয়ের সাথে কথা বলে টাকাটা পাঠানোর ব্যবস্হা করব। আরও যারা যারা রুশানের পাশে দাড়াতে চান তাদেরকে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে যেয়ে স্টিকি পোষ্ট পড়ার অনুরোধ করছি। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.