আমি বিগত ২০ অক্টোবর, ২০১২, শনিবার সামু,নাগরিক,আমার ব্লগ,এবং শব্দনীড় এই চারটি ব্লগে "বাড়িয়ে দেই সবার হাত" শিরোনামে একটি পোস্ট দেই।
এই পৃষ্ঠা গুলোতে ঢুকুন-
http://www.nagorikblog.com/node/10170
Click This Link
Click This Link
Click This Link
এই পোস্টে রুশান নামের ছোট একটা বাচ্চার অসুখের কথা বলা হয়েছিল ( বর্তমানে যা সবাই যানে)।
এই পোস্টটি দেয়ার পড়ে আমার কাছে প্রথম দিকে মনে হয়েছিল বোধহয় তেমন কোন সাড়া পাব না।
কারন আমি যে বিষয় নিয়ে ( মহাকাশ) লেখালেখি করি তার পাঠক খুব বেশী নেই।
কিন্তু আমার এই লেখা পড়ে সর্বপ্রথম নাগরিক ব্লগ থেকে সাড়া দেয় এবং তারা রুশানের আম্মুর হাতে কিছু অর্থ সাহায্য করে।
এই পৃষ্ঠায় ঢুকুন-
http://www.nagorikblog.com/node/10408
সেই মূর্হতটা ছিল ঘোর অন্ধকারের শেষে সীমানায় ছোট একটা আলোর শিখার মত।
সেই শুরু এর পড় ব্লগার জালিস মাহামুদ এই পোস্টটি আবার নতুন করে সামু এবং আমার ব্লগে পোস্ট করে।
মুলত এর পড় থেকেই সেই আলোর শিখাটি বিশাল এক মশালে পরিনত হয়ে বর্তমানে সেই অন্ধকারকে হঠিয়ে আলোয় উদ্ভাসিত একটা পথে পরিনত হয়েছে।
আর এটা সম্ভব হয়েছে কিছু মানূষের দৃঢ় সংকল্প আর সেই মানূষগুলোকে পিছন থেকে আরো অগনিত মানূষ সামনে এগিয়ে যাবার সাহস জুগিয়ে যাচ্ছে অনবরত।
এর আর একটা জলন্ত উদাহরন হলো গত ২ রা ডিসেম্ভর ঢাকা থেকে লাইভ ব্লগিং এর জন্য বরিশালে ছুটে আসেন ব্লগার রাফাত নুর( ঘুড্ডির পাইলট), ব্লগার একজন আরমান, এবং ব্লগার মেহেদি হাসান মানিক ভাইরা।
এই পৃষ্ঠায় ঢুকুন-
Click This Link
এই শীতের মধ্যে এই ভাবে ছুটে আসা কতবড় মনের মানূষ হলে এটা করা সম্ভব তা বলার অপেক্ষা রাখে না।
আজ এইসব মানূষের জন্য রুশানের চিকিৎসার সাহায্যে এগিয়ে এসেছে প্রথম আলো ব্লগ, বন্ধু ব্লগ। আর এদের সাথে আছে এই সব গুলো ব্লগের ব্লগার এবং পাঠক। এর বাইরেও অনেক মানূষ এদের প্রচেস্টায় সাড়া দিয়ে রুশানের দিকে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে।
রুশান বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রুশান খুব বেশী ভালো নেই ওকে নতুন করে যে সব পরীক্ষাগুলো করা হয়েছে তার রিপোর্ট গুলো বেশ ভয় জাগনীয়।
ওকে যত দ্রুত সম্ভব চিকিৎসার জন্য ভারত নিয়ে যেতে হবে।
আমি এখন প্রচন্ড আশাবাদী রুশানের জন্য এই সব ব্লগের ব্লগার পাঠক এবং সাধারন মানূষ যে ভাবে সাড়া দিয়েছে তাতে রুশানের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ ঊঠে যাবে।
চিন্তা শুধু এইটুকু অর্থ যত তারাতারি উঠবে রুশানকে তত দ্রুত বাইরে পাঠানো যাবে।
আশা করি এটাও হয়ে যাবে কারন এত মানূষের ভালবাসা মহান সৃস্টিকর্তা কখনো বৃথা যেতে দেবে না
রুশানের জন্য শুভকামনা তুমি তারাতারি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে এসো।
তোমার জন্য অনেক অনেক মানূষ পথ চেয়ে বসে আসে।
তুমি চলে এসে রুশান.......................................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।