আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটিং ও ফিল্ডিংয়ে উন্নতির আহ্বান মাশরাফির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ নিয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকালে সাংবাদিকদের মাশরাফি বলেন, “তিন বিভাগেই আমাদের আরো খেলা উচিৎ ছিল। বিশেষ করে, ব্যাটিং ও ফিল্ডিংটা আরও ভালো হওয়া দরকার ছিল। তাহলে হয়তো ম্যাচটা আমরা জিততেও পারতাম বা আরেকটু ভালোও খেলতে পারতাম। ”
বাংলাদেশ দল কারোর ওপর নির্ভরশীল নয় জানিয়ে তিনি বলেন, “গত দুইটা বছর আমরা কারও ওপর নির্ভরশীল ছিলাম না। যখন নির্ভরশীল ছিলাম তখন আমরা জিততাম না।


ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানে হারের পর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, বিশ্বকাপের শেষ তিন ম্যাচে লড়াই করাই তাদের মূল লক্ষ্য হবে। মাশরাফি জানান, হারের মধ্যে থাকলেও লক্ষ্য এখনো জয়-ই আছে।
“অবশ্যই ইতিবাচক থাকব এবং জেতার জন্যই নামব। আমাদের মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে আর পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। তবে গত ম্যাচে যা খেলেছি, তা আবারো খেললে জিতেতে পারবো না।


জয়ের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর কোনো বিকল্প নেই জানিয়ে মাশরাফি বলেন, “কেউ খারাপ করলে আমার মনে হয় আত্মবিশ্বাসের অভাবেই সেটা হয়। হয়তো বা ওটার জন্যই এমন হয়েছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ”
জাতীয় প্যারেড গ্রাউন্ডে গাওয়া জাতীয় সঙ্গীতের সঙ্গে সুর মিলিয়েছেন ক্রিকেটারও। মাশরাফি জানান, জাতীয় সঙ্গীত তাদের সব সময়ই আরো ভালো খেলতে উজ্জ্বীবিত করে।


“জাতীয় সঙ্গীত গাওয়ার সময় অবশ্যই সবার ভেতরে অন্যরকম অনুভূতি তৈরি হয়। আজকেও সেটা হয়েছে। সবাই একসঙ্গে গানটা গেয়েছে, আমরা আমাদের জায়গা মাঠের ভেতরে থেকে কণ্ঠ মিলিয়েছি। তাই খুবই ভালো লাগছিল। ”
 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.