সবাইকে সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই?সব কিছুরই একটা সময় থাকে মানে সিজন টাইম যেটাকে বলে। এখন বোধহয় সফটওয়্যারের সিজন টাইম চলছে তাই জাল ফেললেই জাল ভর্তি হয়ে মাছ (দুঃখিত)সফট উঠছে। আর উঠলে আমি আবার ঠিক থাকতে পারিনা। রান্না করে সবাইকে খাওয়াতে ইচ্ছা করে তাই আজও খাওয়াতে আসলাম।
কি আর করবেন বলুন!নেশা বলে কথা। ছাড়তে পারি না। এর শেষ যে কোথায় নিজেও জানি না। :-(
সময় নষ্ট করবো না। ঝটপট তিনটি সফটওয়্যার শেয়ার করে বিদায় নেবো।
প্রবাসীকে নয়,প্রবাসীর সফটওয়্যার তো দরকার আপনাদের।
আমার মনে হয় কাজে লাগবে না এমন মানুষের সংখ্যা কমই হবে। কাজের জিনিস কাজেই তো লাগার কথা। অবশ্য যারা কাজ পারেন তাদেরই কাজে লাগবে। আপনার ব্যবসায়িক কাগজপত্র কিংবা প্রচারপত্র,পোষ্টার,বিজনেস কার্ড ইত্যাদি তৈরীতে দারুন একটি সফট এটি।
এছাড়া পিডিএফ তৈরী কিংবা এডিট করতে পারবেন। করতে তো পারবেন অনেক কিছুই আমি শুধু সামান্যটুকুই বললাম। আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করে ঘুরে আসুন এদের ওয়েব সাইট থেকে। মনে হয় অপছন্দ হবে না।
এদের অফিসিয়াল পেজ থেকে পাওয়া একটা জিনিস শেয়ার না করে পারলাম না।
দেখুন কি বলছে।
আর কিসের অপেক্ষা?যাদের দরকার তারা নামিয়ে নিন ১৬৬৫ মেগাবাইটের এই পেজ মেকার সফটওয়্যারটি যা ৩ পার্টে আপলোড করা হয়েছে। প্রথম ২ পার্ট ৬০০ এবং শেষেরটি ৪৬৫ মেগাবাইট। শুরু হোক ডাউনলোড।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
ডাউনলোড শেষ হলে এক্সট্রাক্ট করুন।
এরপর যখন ইন্সটল করবেন তখন (কি)জেন খুলুন এবং generate তে ক্লিক করে (সি)রিয়াল নাম্বার নিন এবং কপি/পেষ্ট করুন।
নীচের পেজ আসা মানে হলো আপনার দেয়া নাম্বার গ্রহন করেছে।
এরপর যখন লেঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনার পছন্দমত ভাষা সিলেক্ট করে নিন। এবং বাকি কাজ শেষ হলে আরামসে ব্যবহার করুন। একটা ছবি।
যারাই ডাউনলোড করবেন বুঝেশুনে ডাউনলোড করবেন। ডাউনলোডের পর ফাইল জোড়া না লাগলে টিউনার দায়ী নয়।
২০১৪ র শুরুতেই ২০১৫ এর সফটোয়্যার??? :roll: ইশ কপাল বটে আপনাদের। তবে আমি শুধু ৩২ বিটেরটা শেয়ার করলাম। যাদের ৩২ বিটের কম্পিউটার আছে তারা আস্ত এখখান হাসি দিয়ে চোখ দুইখান বন্ধ করে নিমিয়ে ফেলুন।
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এদের অফিসিয়াল সাইটে গিয়েও ২০১৫র কোন সফট এখনো পাইনি তাই লিঙ্ক দিতে পারলাম না। যারা আগ্রহী তারা নামিয়ে নিন ১৫০৬ মেগাবাইটের এই সফটওয়্যারটি তিন পার্টে। প্রথম ২ পার্ট ৬০০ এবং শেষেরটি ৩০৬ মেগাবাইট।
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
কিভাবে কি করবেন তা এই ভিডিওটির মাধ্যমে সুন্দর করে দেখিয়ে দিয়েছি ইউটিউবে। নীচে দেখুন।
আর যারা সরাসরি ডাউনলোড করতে চান ১২ মেগাবাইটের এই ভিডিওটি তারা এখানে ক্লিক করে ডাউনলোড করুন এবং দেখে দেখে ফুল ভার্সন করুন। একখান ছবি।
প্রমান সাইজ এই সফটওয়্যারটি নিজ দায়িত্বে ডাউনলোড করবেন।
ইংলিশ শিখে ইংলিশের জাহাজ যারা হতে চান তারা ডাউনলোডের আগে এখানে ক্লিক করে জেনে নিন বিস্তারীত। এরপর মন চাইলে নামিয়ে নিতে পারেন এই ৭০৫ মেগাবাইটের এই ultimate vocabulary সফটওয়্যারটি নীচের ফটো লিঙ্ক থেকে।
ডাউনলোড
ডাউনলোড শেষে ইন্সটল করুন । ফুল ভার্সন করতে যা দরকার তা নোটপ্যাডে দেয়া আছে।
একখান ছবি দেখি কি কন?
যারা শিখতে চান তারা অবশ্যই ডাউনলোড করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে,কথা হবে,মজা হবে এই এখানে,এই টেকটিউনসে।
||| আল্লাহ হাফেজ |||
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।