গতপর্বে অটোক্যাড কি ও এর ব্যবহারের ক্ষেত্র নিয়ে আমরা জেনেছিলাম। অটোক্যাডে কাজ করা বেশ সহজ। শুধু কমান্ডগুলো জেনে বারবার চর্চা করলেই হলো।
এবারের পর্বে আমরা অটোক্যাড ২০০৭ বা এর আগের যে কান ভার্সনের সফটওয়্যার ইন্সটল করা ও কাজ শুরু করার জন্যে পেইজ সেটআপ শিখবো। চলুন শুরু করা যাক।
এটা কাজ শুরুর প্রাথমিক ধাপ।
শুরু করতে আপনাকে ল্যাপটপে বা ডেস্কটপে অটোক্যাড সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
ডেস্কটপ হলে প্রোগ্রাম ফাইলে ফ্রি অটোক্যাড ২০০৪ থাকতে পারে। সেখান থেকে ইন্সটল করে নিন। যাদের অটোক্যাড ২০০৭ ভার্সনটি আছে আরো ভালো।
অটোক্যাডে কাজ করতে প্রথমে পেইজ সেটআপ করে নিতে হয়। এখানে আপনাকে যদি বলা হয় ৫০ ফুট দৈর্ঘের ও ২০ ফুট প্রস্থের একটি রাস্তা আকতে বলা হয় আপনি ৫০ ফুটই দৈর্ঘ নিবেন। কারণ অটোক্যাডে জায়গার অভাব নেই। আপনি চাইলে কয়েক হাজার মাইল পর্যন্ত দৈর্ঘের রেখা টানতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো দৈর্ঘ ও প্রস্থ নিয়ে পেইজ সেট আপ করে নিতে পারেন।
unit সেটআপ:
আমরা ডেসিমেল বা ইঞ্চিতে আর্কিটেকচারাল ড্রাফটিং এর কাজ করতে পারি। বিশ্বব্যাপি ডেসিমেল পদ্বতি ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে এখনো কিছু ক্ষেত্রে ইঞ্চি/ফিট পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। আজ আমরা ফিট পদ্ধতিতে পেইজ সেটআপ শিখবো।
চলুন শুরু করা যাক:
অটোক্যাড ইন্সটল করে তাতে প্রবেশ করুন।
স্ক্রিনের টপে ফরমেট লেখায় ক্লিক করুন। তাতে লম্বা একটি লিস্ট দেখতে পাবেন। Unit এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স দেখা যাবে। ডায়ালগ বক্সের ডান পাশে Lengthএর নিচে Decimal লেখা আছে।
তাতে ক্লিক করুন।
আপনি তাতে দেখতে পাচ্ছেন
ডেসিমেল
আর্কিটেকচারাল
ইঞ্জিনিয়ারিং
সাইন্টিফিক
ইত্যাদি
আর্কিটেকচারাল সিলেক্ট করুন। পরবর্তী বক্সে precision এ ০’-০”-একদাগকে ফুট, দুই দাগকে ইঞ্চি বলা হয়- সিলেক্ট করুন।
insertion scale ঘরে ইঞ্চিতে সিলেক্ট করা থাকলে তা পরিবর্তন করার প্রয়োজন নেই। ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।
ড্রয়িং লিমিট সেট করা:
format ক্লিক করে ড্রয়িং লিমিটে ক্লিক করুন।
এন্টার চাপুন। এবার কমান্ড লাইনে ক্লিক করুন। কিবোর্ডে একসাথে Shft@ একসাথে চাপুন। তাতে ৫০০’,৫০০’ লিখে এন্টার চাপুন।
এবার অটোক্যাডে কমান্ড লাইনের নিচে গ্রিড এ ক্লিক করুন। স্ক্রিন জুড়ে গ্রিড দেখা গেলে বুঝবেন আপনার পেইজ সেটআপ ঠিক হয়েছে।
একবারে না হলে কয়েকবার চেষ্টা করুন। খুবই সহজ।
কিবোর্ডে f7 চাপুন।
গ্রিড চলে যাবে। এবার ভিউ থেকে Zoom এ গিযে All ক্লিক করুন। এতে আপনি আপনার ড্রয়িং ছোটবড় করে দেখতে পারবেন।
বারবার চর্চা করুন। practice শেষে মাইক্রোসফট ওয়ার্ডের মতো একই নিয়মে নাম দিয়ে সেভ করুন।
=এখানে ৫০০ দিয়ে দৈর্ঘ ও প্রস্থ ৫০০ ইঞ্চি বোঝানো হয়েছে।
আজ এতটুকুই। আশাকরি শীঘ্রই নতুন টপিকস নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন।
ই-মেইল
গত পর্বের লেখা
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।