অটোক্যাড আসলে খুবই সহজ। ধারাবাহিক পোষ্টগুলো থেকে আশাকরি আগ্রহীরা অটোক্যাড সম্পর্কে মোটামুটি কাজ করার ধারণা পাবেন।
এবার শুরু হয়ে যাক; আমাদের পরবর্তী অনুশীলন:
গত পর্বে আমরা অটোক্যাড-এ page setup এবং unit set করা শিখেছিলাম। এবারের অনুশীলন করার আগে পেইজ সেটআপ করে নিন। আপনি যতটুকু জায়গা নিয়ে কাজ করতে চান ততটুকু জায়গা নিয়ে পেইজ সেটআপ করে নিন।
Format থেকে unit –এ যান। সেখান থেকে আগের নিয়মে Architecture এবং 0’-0” সেট করুন।
এবার Drawing Limits এ ক্লিক করুন। কিবোর্ডে Enter চাপুন। লিখুন ১০০০’,১০০০’।
এন্টার চাপুন। কমান্ড লাইনে গ্রিড ক্লিক করুন। স্ক্রিন জুড়ে অসংখ ফোটা দেখা গেলে বুঝবেন পেইজ সেটআপ হয়েছে। এবার F7 চাপুন। গ্রিড চলে যাবে।
View-Zoom-All ক্লিক করুন।
এখন আপনি ড্রয়িং পেইজে যা কিছু কমান্ড করবেন সেটা ছোট বা বড় করে দেখতে পারবেন।
Dimension Setting
Format থেকে Dimension Style এ ক্লিক করুন। এখান থেকে Modify ক্লিক করুন।
Primary unit এর ডায়াগ্রাম দেখাবে।
একই নিয়মে decimal থেকে Architectural এবং precision দিয়ে দিন।
এবার ক্লিক করুন text-এ। text colour এ যে কোন কালার দিতে পারেন। এতে যখন আপনি কোন লাইন এর মাপ দেথতে চাইবেন তখন লাইনটির মাপ কত ফিট বা মিটার তা নির্ধারিত রং-এ দেখাবে। text Hight এ দিতে পারেন ১”।
পেইজ সেটআপ অনুযায়ী তা কমবেশি রাখতে পারেন।
ok ক্লিক করুন।
Set Current ক্লিক করুন।
Close ক্লিক করুন।
ডায়ালগ বক্সটি চলে যাবে।
এবার চলুন নতুন একটি কমান্ড অনুশীলন শুরু করা যাক। মনিটরে বাম পাশে অনেকগুলো কমান্ডের চিত্র দেখা যাচ্ছে। সেখানে মাউস নিলে দেখা যাবে কমান্ড কোনটির কি নাম। কয়েকবার দেখুন।
এবার লাইন কমান্ড-এ ক্লিক করুন।
কমান্ড লাইনে দেখা যাচ্ছে Line Specify first point
মনিটরে যে কোন জায়গায় ক্লিক করে সামনে বা পিছনে নিয়ে ৫’ ক্লিক করুন।
এবার enter চাপুন।
ব্যাস লাইন তৈরি হয়ে গেছে।
• লাইন তৈরি করতে গেলে বাকা দেখাতে পারে। বাকা হলে কি-বোর্ডে f8 চাপুন।
দেখবেন সোজা লাইন দেখাচ্ছে। মাপ লিখে এন্টার ক্লিক করুন।
• এভাবে কয়েকবার লাইন তৈরি অনুশীলন করুন।
এবার মনিটরের ডান পাশে লক্ষ্য করুন। কয়েকটি কমান্ড সেখানেও আছে।
প্রথমটির ওপর মাউস নিলে দেখা যাবে linear দেখাচ্ছে। সেটিতে ক্লিক করুন।
এবার পূর্বে অংকিত লাইনের বাম পাশে মাউস নিয়ে বাম পাশ সিলেক্ট করুন। এবার লাইনের শেষ মাথা ক্লিক করুন। ড্রাগ করে নিচে নিয়ে আসুন।
দেখা যাচ্ছে লাইনটির দৈর্ঘ ৫ফিট দেখাচ্ছে।
এভাবে বারবার অনুশীলন করুন। যেভাবে খুশি সেভাবে লাইন তৈরি করুন। যেদিকে খুশি সেদিকে অংকন করুন। মুছে ফেলতে চাইলে লাইন সিলেক্ট করে কিবোর্ডে delete চাপুন।
আজ আমরা শিখলাম:
১. Dimension Setting
২. কমান্ডের নাম পরিচিতি
৩. Line তৈরি
৪. লাইনের দৈর্ঘ্য কত তা দেখা।
৫. তৈরি করা line মুছে ফেলা এবং পেইজ সেটআপ।
* ২য় টিউটোরিয়ালের নিয়মে বা বর্তমান নিয়মে যে কোনভাবে page setup এবং unit set করে নিতে পারেন।
খুবই সহজ তাই না। যাদের কাছে কিছুটা জটিল মনে হয় কয়েকবার চর্চা করলেই দেখবেন খুবই সহজ।
কয়েকবার অনুশীলন করুন। যত অনুশীলন বেশি করবেন তত ভূলে যাওয়ার সম্ভাবনা কম।
পূর্বে প্রকাশিত ধারাবাহিক পোস্ট
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।