আমাদের কথা খুঁজে নিন

   

অটোক্যাড কি ও এর ব্যবহার –প্রথম পর্ব

অটোক্যাড একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সফটওয়্যার। কম্পিউটারে অটোক্যাডের ড্রয়িং কমান্ড দিয়ে যে কেউ ডিজাইনের বিভিন্ন ক্ষেত্রে নান্দনিকতা নিয়ে আসতে পারেন। বিশেষ করে আর্কিটেকচারাল ড্রাফটিং-এ। একসময় আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা কাগজে ড্রয়িং করতেন। সেটা ছিলো ম্যানুয়ালি।

অনেক শ্রম ও সময় লাগতো। তাছাড়া ড্রয়িং পেপারের মধ্যে ইরেজার দিয়ে ঘষতে ঘষতে পেপারের বারোটা বেজে যেতো। তাছাড়া ড্রয়িং করতে কনভার্ট করতে হতো। যেমন ১০০ ফুটকে ১০ইঞ্চিতে বা প্রয়োজন মতো কনভার্ট করে তা ড্রয়িং করতে হতো। কম্পিউটারে কাজগুলো করতে অনেক দামী কম্পিউটার ব্যবহার করতে হতো।

যেটা ক্রয় করা অনেকেরই সাধ্যের বাইরে ছিলো। বিশেষ করে মেইনফ্রেম কম্পিউটার কিনে অটোক্যাড চালানো অনেকের পক্ষেই অসম্ভব ছিলো। এখন কম্পিউটারের দাম অনেক কমেছে। সাধ্যের মধ্যেই থাকায় অনেকেই শুধুমাত্র বিনোদনের জন্যে কম্পিউটার ব্যবহার করেন। আমাদের দেশে মানুষ এখন প্রযুক্তি নিয়ে বেশ সচেতন।

কারণ তারা জানেন প্রযুক্তিতে দক্ষ মানে স্বণির্ভর জাতি, স্বনির্ভর দেশ। আর তাই সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেকেই বেকারত্বকে দিয়েছেন ছুটি। ক্যারিয়ার গড়তে ভালোভাবে শেখার বিকল্প নেই। অটোক্যাড শিখতে হলেও তা ভালোভাবে শিখতে হয়। কোনরকম অটোক্যাড শিখে তা কাজে লাগানো সম্ভব নয়।

অটোক্যাডে ২ডির ব্যবহার বেশি। যেমন বাড়ির প্ল্যান, এলিভেশন, সেকশন, ফার্নিচার লে-আউট এসব টুডিতে করা হয়। অটোক্যাড ব্যবহার হয় এমন প্রতিষ্ঠান আমাদের দেশে অনেক। বহুল ব্যবহৃত ক্ষেত্রটি হচ্ছে রিয়েল এস্টেট। সেক্টরটিতে অটোক্যাড এক্সপার্টদের ব্যাপক চাহিদা রয়েছে।

কারণ প্রতিনিয়ত ফার্মের সংখ্যা যেমন বাড়ছে তেমনি এক্সপার্টদের ও চাহিদা বাড়ছে। একফার্ম থেকে আরেক ফার্মে গেলেই বাড়তি সেলারি। তাই কাউকে এক্ষেত্রে দমিয়ে রাখা সম্ভব নয়। মেকানিক্যাল, ফার্নিচার, সিভিল, এম্ব্রয়টারিতে ও অটোক্যাড ব্যবহার লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সুবিধা হচ্ছে অনেক কাজ বাসায় বসে করা যায়।

চাকুরির পাশাপাশি অটোক্যাড শিখে যে কেউ বাড়তি উপার্জন করতে পারেন। সেজন্যে প্রয়োজন ৩টি জিনিস: ১. নিজের কম্পিউটার বা ল্যাপটপ ২. মনোবল-আমিও পারবো ৩. ঠান্ডা মাথায় নিরলস পরিশ্রম। আজ এতটুকুই। পরবর্তী পর্বে অটোক্যাডের অন্যকোন বিষয় নিয়ে লিখবো। সেই পর্যন্ত ভালো থাকুন।

Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.