আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ড গড়ে বায়ার্নের শিরোপা জয়

বায়ার্নের এটি টানা দ্বিতীয় ও রেকর্ড ২৪তম লিগ শিরোপা।

বুন্দেসলিগায় দ্রুত শিরোপা জয়ের আগের রেকর্ডটিও ছিল বায়ার্নেরই। গত মৌসুমে ছয় ম্যাচ বাকি থাকতে শিরোপাটি জিতেছিল তারা। ঐ মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ও জিতেছিল বায়ার্ন।

লিগে বায়ার্নের এখনও ৭ ম্যাচ বাকি।

কিন্তু এরই মধ্যে ৭৭ পয়েন্ট নিয়ে তাদের শীর্ষস্থান নিশ্চিত। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫২। মঙ্গলবার রাতে শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্সআপ ডর্টমুন্ড।

এদিন রেকর্ড গড়তে কিন্তু বায়ার্নের তেমন কোনো কষ্টই করতে হয়নি। নবাগত হার্থা বার্লিনকে হেসেখেলেই হারিয়েছে তারা।



প্রতিপক্ষের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাভারিয়ানরা। জার্মান স্ট্রাইকার টমাস মুলারের বাড়ানো বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার টনি ক্রুস।

ব্যবধান দ্বিগুণ করতেও দেরি করেনি গত বছর মোট পাঁচটি শিরোপা জেতা বায়ার্ন। ১৪ মিনিটে মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের ক্রস থেকে গোলটি করেন জার্মানির আরেক মিডফিল্ডার মারিও গোটসে।

ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দিয়েছিলেন কলম্বিয়ার স্ট্রাইকার আদ্রিয়ান রামোস।

কিন্তু ৭৯তম মিনিটে সমর্থকদের উল্লাসে ভাসিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলেন বদলি হিসেবে খেলতে নামা ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরি। গোটসের সঙ্গে বল দেয়া নেয়ার মাঝে কোনাকুনি শটে গোলটি করেন তিনি।

এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বায়ার্ন, মোট জিতেছে ২৫টি ম্যাচ, বাকি দুটি ড্র। আর বুন্দেসলিগায় টানা ৫২ ম্যাচ অপরাজিত আছে তারা।

এবারের আসরে বায়ার্নের এটি টানা ১৯তম জয়।

এর মধ্যে প্রতিপক্ষের মাঠে টানা ১০টি ম্যাচ জিতে নতুন রেকর্ড করেছে তারা। গত মৌসুমে প্রতিপক্ষের মাঠে টানা ৯টি ম্যাচ জিতে আগের রেকর্ডটিও করেছিল বায়ার্ন।

লিগে দিনের অন্যান্য ম্যাচে ভলফসবুর্গ ৩-১ গোলে ভার্ডার ব্রেমেনকে ও আইনট্রাখট ব্রাউনশোয়াইগ একই ব্যবধানে মেইঞ্জকে হারিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.