বায়ার্নের এটি টানা দ্বিতীয় ও রেকর্ড ২৪তম লিগ শিরোপা।
বুন্দেসলিগায় দ্রুত শিরোপা জয়ের আগের রেকর্ডটিও ছিল বায়ার্নেরই। গত মৌসুমে ছয় ম্যাচ বাকি থাকতে শিরোপাটি জিতেছিল তারা। ঐ মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ও জিতেছিল বায়ার্ন।
লিগে বায়ার্নের এখনও ৭ ম্যাচ বাকি।
কিন্তু এরই মধ্যে ৭৭ পয়েন্ট নিয়ে তাদের শীর্ষস্থান নিশ্চিত। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫২। মঙ্গলবার রাতে শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্সআপ ডর্টমুন্ড।
এদিন রেকর্ড গড়তে কিন্তু বায়ার্নের তেমন কোনো কষ্টই করতে হয়নি। নবাগত হার্থা বার্লিনকে হেসেখেলেই হারিয়েছে তারা।
প্রতিপক্ষের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাভারিয়ানরা। জার্মান স্ট্রাইকার টমাস মুলারের বাড়ানো বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার টনি ক্রুস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।