কংগ্রেস কিংবা বিজেপির মতো জাতীয় স্তরের দলগুলিকে পিছনে ফেলে ভোটের আগে তারকাদের নিয়ে ভোট প্রচারে দেশের শীর্ষে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। যা জাতীয় স্তরের নিরিখে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে নয়াদিল্লির নির্বাচন সদনকেও।
আগামী ৭ এপ্রিল দেশটিতে প্রথম দফার ভোটের আগে নির্বাচনী প্রচারে ভারতের নির্বাচন কমিশনে পেশ হওয়া তারকাদের তালিকায় প্রথমস্থানে দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। ১৬ তম লোকসভার নির্বাচনে লড়তে এখনও পর্যন্ত ২৫০-এর বেশি রাজনৈতিক দলের তালিকা জমা পড়েছে। আর দেশের বিভিন্ন প্রান্তে ভোট প্রচারের জন্য ৫৮ জনের তারকা প্রার্থীর তালিকা কমিশনে জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস।
ভারতের নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোনও তারকাকে নিজের নির্বাচনী ক্ষেত্রের বাইরে ভোট প্রচারের জন্য নিয়ে যেতে হলে তার তালিকা কমিশনে আগাম পেশ করতে হয়। এই তরকা প্রচারের তালিকায় শুধু অভিনেতা-অভিনেত্রী-খেলায়ারই নয়, আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারাও। মূলত ভিআইপি প্রচার বলতে যা বোঝায় ঠিক তাই! ইতিমধ্যেই নয়াদিল্লির নির্বাচন সদনে ভারতের বিভিন্ন জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দলগুলি মোট ২৫৯ জন তারকা প্রচারের তালিকা জমা পড়েছে। নির্বাচন সদন সূত্রে পওয়া তথ্যানুযায়ী তারকা প্রচার তালিকায় শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস। ২১ এবং ২৪ মার্চ দুই দফায় তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক মুকুল রায় তারকা প্রচার তালিকা জমা করেছেন।
প্রথম তালিকায় যেমন রয়েছে দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মুকুল রায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী, মুনমুন সেন, তাপস পাল, শতাব্দী রায়-এর মতো হেভিওয়েট নাম তেমনি আছেন রজত রায় চৌধুরী, বিশ্বনাথ মজুমদার-র মতো কয়েকজন সাংবাদিক।
দ্বিতীয় তালিকায় আছে নেত্রী মমতা বন্দোপাধ্যায়, মুকুল রায়, মিঠুন চক্রবর্তী, মুনমুন সেন, তাপস পাল ছাড়াও আছেন প্রসেনজিৎ, শুভশ্রী, শ্রাবন্তী, পায়েল, রাইমা সেন, রিয়া সেন, জুন মালিয়া, নূসরত, সোহম, হিরণ, পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, রাজ চক্রবর্তী, মিমি সহ টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী। দুই দফায় দেশজুড়ে ভোটের প্রচারের জন্য ৫৮ জন তারকার এবং ভিআইপি'র তালিকা কমিশনকে দিয়েছে তৃণমূল।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।