সবার সব ব্যাপারে নাক গলানো ঠিক না।
যেমন জামাত শিবিরের কেউ যদি সোনার বাংলা গাওয়ার জন্য 90 কোটি টাকা ব্যায়ের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের মত পাগলু আর কে হবে।
কারন তাদের প্রতিষ্টান যখন ওই কাজের জন্য 3 কোটি সম্মানী দিল তখন কোথায় ছিলো তাদের প্রতিবাদী কন্ঠ।
নাকি তখন জামাতিরাও চেতনাবাদী হয়ে গিয়েছিল।
বাটপারের দেশের বাসিন্দা যেখানে ধর্ম,চেতনা উভয় নিয়াই বাটপারি চলে।
চেতনা খাওয়াই চেতনা পরাই
চেতনে ভেজাই গলা
ও আমি চেতনার ফেরিওয়ালা।
পাজামা-লুঙ্গি-ধুতির চেতনা
চেতনা প্রগতিশীল
কথার চেতনা কাজের চেতনা
পাবে না কোথাও মিল।
চেতনা আমার সিঁথির সিঁদুর
হাতের তসবি মালা
ও আমি চেতনার ফেরিওয়ালা।
যুদ্ধ-বুদ্ধ-জঙ্গি চেতনা
চেতনা যে গুরুভার
লুটের চেতনা ঝুটের চেতনা
কত যে তার বাহার।
চেতনা আমার চোখের আগুন
দগ্ধ বুকের জ্বালা
ও আমি চেতনার ফেরিওয়ালা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।