আমাদের কথা খুঁজে নিন

   

নারীর সম্ভ্রম রক্ষায় উদ্যোগ একটি দেশের: স্বাগত জানাই,আমরা কি পারবো তা করতে

নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের মেয়ে, নারী আমাদের সুপ্রিয় স্ত্রী। নারী নদী, নারী প্রকৃতি, নারী সাগর , নারী আকাশ – জীবন ও প্রকৃতির বড় অংশ নারী। সেই নারীর সম্ভ্রম রক্ষা করা, পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। নারীকে পণ্য হিসেবে কেবলই যৌন ভোগের উপাদান হিসেবে ব্যবহার করা পুরুষ সমাজের জন্য কলঙ্ক। নারীকে যার যোগ্য সম্মান দিতে হবে। একই সাথে নারীকেও তার নিজের সম্ভ্রম রক্ষার জন্য সচেষ্ট হবে। সম্প্রতি ভারতের দিল্লিতে বাসের মধ্যে এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে, কাশ্মীরে রেপড –বিশ্বের প্রতিটি কোনায় কোনায় নারী লাঞিত হচ্ছে। এবার নারীর সম্ভম রক্ষায় একটি দেশের একটি উদ্যোগকে স্বাগত জানাই। সোয়াজিল্যান্ড পারলো এটি করতে আমরা কবে পারবো ! আদৌ কি পারবো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।