আমাদের কথা খুঁজে নিন

   

'বিএনপি প্রতিপক্ষ নয়, শত্রুপক্ষ'

বিএনপিকে প্রতিপক্ষ নয় শত্রপক্ষ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি আজ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত ‘তারেক জিয়ার রাষ্ট্রদ্রোহী বক্তব্যে’র প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দলকে এখন আর প্রতিপক্ষ ভাবা ঠিক হবে না, তাদের শত্রুপক্ষ ভাবতে হবে।

বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা ও আলোচনা হতে পারে না উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, কিসের আলোচনা? আলোচনা হলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে। কিন্তু কোনো শত্রুপক্ষের সঙ্গে নয়।

ঢাকা মহনগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.