নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জাতীয় দৈনিক সমাচারের সাংবাদিক দেলোয়ার হোসেনকে (৪২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দেলোয়ার উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি দৈনিক সমাচারের সোনারগাঁও প্রতিনিধি। এর আগে তিনি দৈনিক ডেসটিনিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, শুক্রবারও সারাদিন তাকে উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে দেখা গেছে।
নিহত সাংবাদিকের পরিবারের বরাত দিয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, রাত সাড়ে ৯টায় উপজেলার নয়াপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন দেলোয়ার। পথে বেইলর নতুন রাস্তা এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেলোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পথচারীরা রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে।
এদিকে, এলাকায় জমির ব্যবসা নিয়ে কয়েকজনের সঙ্গে তার বিরোধ ছিল বলে জানায় স্থানীয় লোকজন। তাদের ধারণা, এর জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।