বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বিশ্বের প্রভাবশালী ৫০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরচুন এর চলতি সংখ্যায় তালিকাটি প্রকাশ করা হয়।
বাংলাদেশিদের মধ্যে এ তালিকায় একমাত্র স্থান লাভকারী ব্যক্তি হলেন ফজলে হাসান আবেদ। তালিকায় তাঁর স্থান ৩২তম। তালিকার শীর্ষ পাঁচ ব্যক্তি হলেন পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ফোর্ড মোটর কোম্পানির সিইও অ্যালান মুলালি, মার্কিন ধনকুবের ও ব্যবসায়ী ওয়ারেন বাফেট এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।