ধুর গানটা প্রতিশোধ মূলক গান। তাই যারা "আমি এখনও তারে ভালবাসি" টাইপের মন মানষিকতা নিয়ে আছে, তারা ঢুকবেন না। কষ্টের চোটে মইরা যাবেন। মনে হবে শিল্পী, গানের লেখক, সুরকার সহ আমারে পিডাইতে। গানটি অনেক আগের একটি এলবামের।
.
..
.
.
.
.
.
.
দু:খ কেন কর মানুষ,
যন্ত্রণাকে মুছে ফেলে স্বপ্ন আকঁ নতুনের আবার,
তোমার ব্যাথায় হাসে যে জন,
যে তোমাকে ভরিয়ে দিল আলোটাকে দিয়ে আধারঁ,
ভালবেসে ভাল নেই যারা, ভালবেসে ভাল নেই যারা,
তাদেরই জন্য গেয়ে যাওয়া এই গান।
বল কেন তুমি হাসবে না,
দেবেনা তাকে যন্ত্রণা,
ভাঙ্গবে না কেন তাকে আঘাতে,
বল কেন তুমি হাসবে না,
দেবেনা তাকে যন্ত্রণা,
ভাঙ্গবে না কেন তাকে আঘাতে,
ভালবেসে ভাল নেই যারা, ভালবেসে ভাল নেই যারা,
তাদেরই জন্য গেয়ে যাওয়া এই গান।
যে তোমায় ভাল থাকতে দিল না,
তাকেও তুমি বুঝিয়ে দাও,
বলে দাও প্রতিবাদে কোন ক্ষমা নেই।
যে তোমায় ভাল থাকতে দিল না,
তাকেও তুমি বুঝিয়ে দাও,
বলে দাও প্রতিবাদে কোন ক্ষমা নেই।
তারা ভরা আকাশে তোমার,
জ্বালাব আগুন বেদনার,
বুঝবে তবে কি কষ্ট আমার।
কেন আজ আমি হাসব না,
দেবনা তাকে যন্ত্রনা,
ভাঙ্গবনা মন্ত্রে সে ব্যাথা।
ভালবেসে ভাল নেই যারা, ভালবেসে ভাল নেই যারা,
তাদেরই জন্য গেয়ে যাওয়া এই গান।
দু:খ কেন কর মানুষ,
যন্ত্রণাকে মুছে ফেলে স্বপ্ন আকঁ নতুনের আবার,
তোমার ব্যাথায় হাসে যে জন,
যে তোমাকে ভরিয়ে দিল আলোটাকে দিয়ে আধারঁ,
ভালবেসে ভাল নেই যারা, ভালবেসে ভাল নেই যারা,
তাদেরই জন্য গেয়ে যাওয়া এই গান।
ডাউনলোড লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।