'ঢিঁশক্যাও' সিনেমাতে প্রযোজক হওয়ার পাশাপাশি আইটেম নাম্বারেও নিজের কেরামতি দেখিয়েছেন শিল্পা। সিনেমা নিয়ে আশায় বুক বেঁধেছেন স্বামী রাজ কুন্দ্রাও। তবে এবার আর ক্যামেরার পেছনে থাকতে রাজি নন একসময়ের আবেদনময়ি নায়িকা শিল্পা শেঠী।
শিল্পা নাকি ঠিক করেছেন অ্যাকশন সিনেমা থেকেই সিনেমায় ফিরবেন তিনি। তবে শিল্পা একা নয়, বিপাশা বসুকে নিয়েই সিনেপর্দায় মারপিট করতে চান তিনি।
ঢিঁশক্যাও’তে আটকে না থেকে প্ল্যান করে ফেলেছেন নতুন সিনেমার।
শিল্পা বলেন, "বহুদিন ধরেই প্ল্যান ছিল একটা অ্যাকশন সিনেমা তৈরি করার। সেই মতো চিত্রনাট্যও ছিল আমার কাছে। কিন্তু সুযোগ খুঁজছিলাম। আর ঢিঁশক্যাও আমাকে সাহস দিয়েছে।
এবার প্ল্যান মতো অ্যাকশন সিনেমাটি তৈরি করবই। "
জানা গেছে, শিল্পার এই সিনেমাটি পরিচালনা করার দায়িত্বও নিতে পারেন শিল্পা নিজেই। এমনকি সঠিক ভাবে মারপিট করার জন্য বিশেষ ট্রেনিংও নেবেন শিল্পা ও বিপাশা। চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে শিল্পার এই নতুন সিনেমার শুটিং। তবে পুরোটাই নাকি নির্ভর করছে বিপাশা ও হরমানের বিয়ের উপর! শিল্পা মনে করছেন হরমান ও বিপাশার এই বছরে বিয়ে হলে পিছতে পারে সিনেমার শুটিং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।