স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
শিল্পারে সাদারা বর্ণবাদী কথা বলছে। বস্তিতে ফিরা যাওনের কথায় বর্ণবাদ নাই। ওইটা ক্লাস সমস্যা।
তবে শিল্পা যদি সাদা হইতে চায় বা না চায় তা নিয়া যদি সাদারা বলে তাইলে অবশ্যই বর্ণবাদ। যেই ইন্ডিয়ানরা চাইরটা বর্ণ টিকাইয়া রাখছে হেরা বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হইলে মনে হয় ভারতে একদিন ছোটজাতেগো সুদিন আইতে পারে।
প্রভুর রং (ঢং) তো একদা উপনিবেশিত দেশের মাইনষে চাইতেই পারে। তা যদি উপনিবেশিত অন্য কেউ দেখাইয়া দেয় বা আন্দাজ করে তাতে বর্ণবাদ নাই। বর্ণবাদ হইল সাদারা যদি সেইটা ধরাইয়া দেয়।
একজন সাদা তাইলে কী করবে? তার যদি মনে হয় একজন কালো লোক সাদা হইতে চাইতেছে সে ওইটা নিয়া কথা বলতে পারবে না?
আমার মনে হয় সাদাদেরকে এই নিয়া কথা বলতে না দেওয়ার মইধ্যেও বর্ণবাদী হীনম্মন্যতা আছে। আপন বর্ণ সম্পর্কে হীনম্মন্যতা আছে।
শিল্পারে যা বলছে সেই সব কথার আক্রোশের কারণেই শিল্পা কানছে। বর্ণবাদী প্রয়োগের কারণে শিল্পা কানছে মনে হয় না। বিগ ব্রাদারের প্রত্যেক শোতেই অবমাননা করা হয় লোকজনরে।
মাইনষে তাতে কান্দেও। এইটা সেই গড় অবমাননার বাইরে না।
ছবি : বিগ ব্রাদার শোতে জেইড ও শিল্পা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।