রাশিয়া হেজ নো ইনটেনশন অব ইনভেশন ইউক্রেইন- ফরেন মিনিস্টার
সৈয়দ শাহ সেলিম আহমেদ-লন্ডন
রাশিয়ার ষ্টেট টেলিভিশনের সাথে এক সাক্ষাতকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, রাশিয়ার কোন ইচ্ছা নেই ইউক্রেনের বর্ডার ক্রস করে দখলে নেয়ার। রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত টেলিভিশনে লারভেভ স্পষ্টই বলেছেন, “মস্কো হেজ এবসোলিউটলি নো ইনটেনশন”- শব্দ ব্যবহার করে এ ব্যাপারে ক্রেমলিনের নীতি চলমান ইউক্রেন ক্রাইসিস নিয়ে তুলে ধরেছেন।
শনিবার রাশিয়ান টেলিভিশনের নিউজে বার বার ফরেন মিনিস্টারের এই বক্তব্য প্রচারিত হচ্ছিলো।
“We have absolutely no intention and no interests in crossing the Ukrainian border,” – সরকার নিয়ন্ত্রিত টেলিভিশনে ফরেন মিনিস্টারের বক্তব্য এইভাবেই প্রচারিত হচ্ছিলো।
তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেনের খুব নিকটে নিজেদের পজিশন নিয়েছে তার মানে হলো সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সাথে জয়েন্ট উদ্যোগে ইউক্রেনীয়ানদের সাথে রাশিয়ার অবস্থান উপস্থাপনের আলোচনার সূত্রপাত চলমান।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করে ফিরিয়ে নেয়া এবং ইউএস ডিপ্লোম্যাটিক সলিউশন সামনে নিয়ে আলোচনা শুরুর আহবানের পর পরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত টেলিভিশনে এমন বক্তব্য প্রচার করেছেন বলে ডিপ্লোম্যাটিকরা বলছেন।
ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ওবামাকে ফোন করেছেন। ক্রেমলিন বলছে, বিশ্ব সম্প্রদায় সাম্প্রতিক অবস্থার উত্তেজনা নিরসনে পরিস্থিতি স্বাভাবিক ও ষ্টেবল প্রশ্নে সহায়তা করবেন, একই সাথে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা অব্যাহত রাখবেন।
ডিপ্লোম্যাটিকরা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ইনার সার্কেলের কর্তাব্যক্তিদের জন্য আরো টাফ সেংশন যেমন ভিসা ব্যান ইত্যাদি সেংশন আসতে পারে।
Salim932@googlemail.com
29th March 2014, London.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।