আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।
ব্যর্থতার রং সবসময়ই কালো। আর কালো রং ছায়ার।
হয়তো চলার পথে এখন ব্যর্থতার ছায়া ছায়া পড়েছে ক্রিকেটের পিচে।
কিন্তু মেঘ দেখে বাঙ্গালি করেনা ভয়।
“If Winter comes, can Spring be far behind?”
বাংলাদেশিরাও কয়েকদিনের ছায়া দেখে নিরাশ হয় না। আশায় বুক বাঁধে।
“আশাই জীবন, জীবনের শ্রী”।
সেই আশা থেকেই প্রত্যাশা করি, আগামীকাল আমাদের টাইগারেরা এই ছায়াময় আঁধার কাটানোর প্রত্যয় নিয়ে নামবে মাঠে। আঁধার কেটে গেলে তখন ছবিতে কোন কালোছায়া থাকবে না।
থাকবে শুধু লাল-সবুজ।
দেখিয়ে দিবে বাংলাদেশ।
ইনশাআল্লাহ।
ফ্লিকার লিঙ্কঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।