আমাদের কথা খুঁজে নিন

   

দায়িত্ব কাঁধে নিচ্ছেন এনামুল

শনিবার অনুশীলনের ফাঁকে এনামুল বলেন, “রান পাচ্ছি এটাকে আমি বড় করে দেখছি না। ৪০ না করে ৭০ করতে পারলে দলের রান আরো বাড়তো। আমার মনে হয়, যে রানে থাকে তার ওপর দায়িত্ব একটু বেশি থাকে। আমি এখন রানে আছি তাই আমার একটু বেশি দায়িত্ব নেয়া উচিৎ। ”
মিরপুরের উইকেটে এসেই রান করা সম্ভব নয়।

উইকেটে সেট হয়ে গেলে ‘শট’ খেলা অনেক সহজ হয়ে যায়। সেট হতে পারলে ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস চান অধিনায়ক মুশফিকুর রহিমও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান এনামুল। পাঁচ ম্যাচে তার রান ৪৪*, ৪২, ২৬, ১০ ও ৪৪। তবে ইনিংসগুলোকে আরো বড় করতে না পারার আক্ষেপও আছে তার।


“হয়তো এই জায়গায় তামিম ভাই বা সাকিব ভাই থাকলে বড় ইনিংস খেলে আসতেন। রানে থাকায় আমাকেও তা করতে হবে। পরের দুটি ম্যাচে সেট হতে পারলে যতটা সম্ভব বড় ইনিংস খেলার চেষ্টা করবো,” যোগ করেন তিনি।

তামিম ইকবালের সঙ্গে এনামুলের উদ্বোধনী জুটিই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা। কিন্তু হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছেন তারা।

সম্ভাবনা জাগিয়েও বড় হচ্ছে না উদ্বোধনী জুটি।

“তামিম ভাই অনেক পরিশ্রম করছে। তিনি ‘গ্রেট’ খেলোয়াড়দের একজন। এখন ‘কমিউনিকেশন’ টা খুবই প্রয়োজন। সেটা হলে হয়তো বাংলাদেশের জন্য ভালো ফল আসবে।



দুই ম্যাচের হতাশা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা জানিয়ে এনামুল বলেন, “আমাদের এখনও কিছু করার মতো সুযোগ আছে। কালকের ম্যাচ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও আমাদের এখনও অর্জন করার মতো কিছু রয়েছে। আমাদের মূল লক্ষ্য দল হিসেবে ফিরে আসা। ”
 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.