তুমি যদি চাও তোমায় দিয়ে দেবো
আমার এই প্রাণ
তুমি যদি চাও এই পৃথিবীকে ভেঙ্গে
করবো খানখান
তুমি যদি চাও তোমায় এনে দেবো
আকাশের সব নীল
তুমি যদি চাও খালি করে দেবো
নদী, নালা,খাল বিল
তুমি যদি চাও এনে দেবো
আকাশের চাঁদ, তাঁরা
সুন্দর করে সাজাবো জীবন
ফুলে ফুলে ভরা
শুধু কখনো বলো না তুমি
বলো না তোমায় ভুলে যেতে
তোমায় ছাড়া দেশান্তরে যাবো
ঘুরবো পথে ঘাটে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।