ওসামা বিন লাদেনের বার বার আফগানিস্তান, পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মগোপনের বিষয়টি জানতেন তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারররফ। ওসামা যখন অ্যাবোটাবাদের রহস্যজনক বাড়িতে পাকাপাকি থাকতে শুরু করেন সেই খবরও ছিল তার কাছে। সম্প্রতি এক বৃটিশ সাংবাদিক নিউইয়র্ক টাইমসে তথ্য দিয়ে সেটাই দাবি করেছেন।
বৃটিশ সাংবাদিক শার্লোটা গল সম্প্রতি 'The Wrong Enemy: America in Afghanistan 2001-2004' নামে একটি বই লিখেছেন। নিজের লেখা এই বইতেই তিনি দাবি করেছেন, ওসামার যাবতীয় খোঁজ জানতেন মুশারররফ।
জানতোত আইএসআইও।
জানা যায়, বইটিতে বেশ স্পর্শকাতর ও বিতর্কিত কিছু তথ্য রয়েছে যা আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলতে পারে। বইটির প্রকাশক সংস্থা, হাউটন মিফলিন হারকোর্ট। ৮ এপ্রিল বাজারে আসছে বইটি। বইটিতে শার্লোটা বার বার দাবি করেছেন, আমি নিশ্চিত মুশাররফ লাদেনের ব্যাপারে সব জানতেন।
প্রসঙ্গত, ২০০১ সালে আফগানের যুদ্ধকালীন সময়ের উথালপাতাল করা দিনগুলিতে আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিউইয়র্ক টাইমসের জন্য নিয়মিত রিপোর্ট লিখে পাঠাতেন সাংবাদিক শার্লোটা গল।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।