পরিকল্পনামন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের আরো বলেন, তাকে নিয়ে বক্তব্যগুলো ঠিক নয়।
সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অশীতিপর অর্থমন্ত্রীর বয়স ও তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন কামাল।
তিনি বলেন, “অর্থমন্ত্রী বিশাল বাজেট দেন। বাস্তবায়ন করতে পারেন না। সংসদে বাজেট দিতে গিয়ে তিনি ‘শুয়ে’ পড়েন।
... উনার বয়স হয়েছে। ভুল-ভাল বলেন। ”
এর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমে ‘রিঅ্যাকশন নেই’ বলে তা এড়িয়ে যেতে চান মুহিত।
পরে বলেন, “মন্ত্রীদের শুড মেনটেইন সাম লেভেল অফ শিষ্টাচার। ”
বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক হিসেবে মুহিত এখনো পেনশন নেয়ায় বহুজাতিক সংস্থাটির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বললেও তা নিচ্ছেন না বলেও দাবি করেন কামাল।
এই বিষয়ে মুহিত বলেন, “উনি (কামাল) ভুল তথ্যের উপরে বক্তব্য দিয়ে ফেলছেন। বাংলাদেশ সরকার ছাড়া পৃথিবীর কোথা হতে আমি কোনো পেনশন নেই না। ”
বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করার বিষয়ে লোটাস কামালের মন্তব্যের জবাবে তিনি বলেন, “এটা তো আমি একদিন বলেছিলাম, যে ওদের বিরুদ্ধে মামলা করতে চাই, কারণ পদ্মাতে ওরা আমাদের অসম্মান করেছে।
“তবে আমি এটাও বলেছিলাম যে, আমি ওটা তখন করব যখন মন্ত্রিত্বে থাকব না। মন্ত্রী হিসেবে বিশ্ব ব্যাংক আমার জন্যে হাইয়েস্ট ডেভেলপমেন্ট পার্টনার।
”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।