র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের গতকাল রাতে সদ্যরা পৃথক ৩টি অভিযান চালিয়ে এক ভূয়া র্যাব সদস্য ও এক মহিলাসহ ৫জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে সোয়া কেজি হেরোইন ও ৬৬টি বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কামারপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব।
এসময় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ সবুজ (২০) ও মহিশালবাড়ী গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মোঃ হামিম ইকবাল (২১) কে এক কেজি ৪গ্রাম হেরোইন, ৬গ্রাম সোনা, একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
পরে রাত পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম হেরোইনসহ জয়া শিকদার (২৫) নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়া শিকদার হচ্ছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ গামের মোঃ হারুন মিয়ার স্ত্রী।
অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আফসার বিশ্বাসের ছেলে রেজাউল করিম বাবু (২৩) এবং তার কাছ থেকে র্যাব পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগে ভূয়া র্যাব সদস্য মোমিন আলী (৩০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোমিন আলী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার ইউসুফ আলীর ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কোম্পানী কমান্ডার জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।