আমাদের কথা খুঁজে নিন

   

বার্সেলোনার ওপর খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা

আগামী দুটি দলবদলের মৌসুমের জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফলে ২০১৫ সালের গ্রীষ্ম পর্যন্ত কোনো খেলোয়াড় কিনতে পারবে না বার্সেলোনা। এছাড়াও ক্যাম্প নউয়ের দলটিকে ৪ লাখ ৫০ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে।

বুধবার স্পেনের ফুটবল ফেডারেশনকেও এই অপরাধে ৫ লাখ সুইস ফ্রা জরিমানা করা হয়েছে।

বার্সেলোনার মূল গোলরক্ষক ভিক্তর ভালদেসের সঙ্গে মৌসুম শেষেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে বার্সেলোনার।

তাই তাদের একজন ভালো মানের গোলরক্ষক দলে নেয়াটা তাদের খুবই দরকার।

সম্প্রতি ক্রোয়েশিয়ায় দিনামো জাগরেব থেকে ১৭ বছরের আলেন হালিলোভিচকে কেনার চুক্তি করে বার্সেলোনা। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলা হালিলোভিচকে ধরা হয় দেশটির আগামীর তারকা হিসেবে। ২০১৩ সালের জুনে মাত্র ১৬ বছর বয়সে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় তারা। ক্রোয়েশিয়ার হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন তিনি।

শুরুতে বার্সেলোনার 'বি' দলের হয় খেলার কথা তার।

বার্সেলোনা তাদের ওয়েবসাইটে বুধবার জানিয়েছে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিফার কাছে আপিল করবে তারা। প্রয়োজন হলে ক্রীড়া আদালতেও যাবে বার্সেলোনা।

ফিফার নিয়মে বলা হয়েছে, তিনটি ব্যতিক্রম ছাড়া ১৮ বছরের নীচে কোনো খেলোয়াড় কেনাবেচা করা যাবে না।



সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.