বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর দলের শতাধিক নেতা-কর্মী ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
ঢাকার কারাধ্যক্ষ মাহবুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উচ্চ আদালত থেকে জামিনের কাগজপত্র আসার পর মির্জা আব্বাস সাহেবকে মুক্তি দেয়া হয়েছে। ”
গত ১৬ মার্চ ঢাকার আদালতে আত্মসমর্পণের পর মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছিল আদালত।
সেদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থ সম্পাদক আবদুস সালামকেও কারাগারে পাঠানো হয়।
গত ১৬ মার্চ ঢাকার আদালতে মির্জা আব্বাস।
ওই দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।