আমাদের কথা খুঁজে নিন

   

এইচএসসিতে প্রথম দিন অনুপস্থিত ১০ হাজার

বৃহস্পতিবার একযোগে এই পরীক্ষা শুরু হওয়ার পর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
আট সাধারণ বোর্ডের অধীনে এদিন এইচএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এবং ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ পরীক্ষা হয়েছে।
প্রথম দিন ঢাকা বোর্ডে ২ হাজার ২ জন, রাজশাহীতে ১ হাজার ১৩৯ জন, কুমিল্লায় ১ হাজার ৬৫ জন, যশোরে ১ হাজার ১৭০ জন, চট্টগ্রামে ৬৮৩ জন, সিলেটে ৫৭৫ জন, বরিশালে ৪৪০ জন এবং দিনাজপুর বোর্ডে ৭৪৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাদ্রাসা বোর্ডে ১ হাজার ২৫৭ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ২৪৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
অন্যদিকে নকলের দায়ে মাদ্রাসা বোর্ডে চারজন এবং কারিগরি বোর্ডে ২৭ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।


এছাড়া ঢাকা ও কুমিল্লা বোর্ডে দুই জন করে; যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে তিন জন করে এবং রাজশাহী বোর্ডে এক পরীক্ষার্থী নকলের দায়ে বহিষ্কার হয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আগামী ৫ জুন তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৬ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
২ হাজার ৩৫২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা।


গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন অংশ নিয়েছিল। এই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ২৮ হাজার ৭৯৩ জন।
এবারও পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।