কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক পরীড়্গায় পাশের হার শতকরা ৬১ দশমিক ২৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩ শ ৯০জন। এবারে উত্তীর্ণের শতকরা হার গত বছরের চাইতে ১৩ দশমিক ৩১ ভাগ কম। গত বছরে উত্তীর্ণ হার ছিল ৭৪ দশমিক ৬০ ভাগ। এ বোর্ডের ফলাফলে প্রথম হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ২য় হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ এবং তৃতীয় হয়েছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়,এ বছর এ বোর্ডের আওতাধীন কলেজগুলো থেকে ৮৮ হাজার ৬শ ৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৫৪ হাজার ৩শ ৫৯ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ৪৩ হাজার ৬শ ৯৫ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয় এবং ২৭ হাজার ৬শ ৫১ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৬৩ দশমিক ২৮। ৪৪ হাজার ৯শ ৯৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ২৬ হাজার ৭শ' ৮ জন উত্তীর্ণ হয়।
পাশের হার ৫৯ দশমিক ৩৫।
বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৫শ ৮ জন পরীড়্গার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৯ হাজার ১শ ৭৪ জন। পাশের হার ৭৩ দশমিক ৩৫ ভাগ। এর মধ্যে পরীক্ষাগায় অংশ নেয় ৭ হাজার ৩শ ৫৮ জন ছাত্র । উত্তীর্ণ হয় ৫ হাজার ৩শ ৭ জন।
পাশের হার ৭২ দশমিক ১৩ ভাগ।
মানবিকে ৩০ হাজার ৮শ ২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয় ১৫ হাজার ৭শ ৮১ জন। পাশের হার শতকরা ৫১ দশমিক ১৯ ভাগ। এর মধ্যে ছাত্র পরীক্ষা দেয় ৯ হাজার ৫শ ৪৫ জন।
উত্তীর্ণ হয় ৫ হাজার ১শ ৩১ জন। পাশের ৫৩ দশমিক ৭৬ ভাগ। ছাত্রী পরীক্ষা দেয় ২১ হাজার ২শ ৮১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৬শ ৫০ জন। পাশের হার ৫০ দশমিক ০৪ ভাগ।
ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষায় অংশ নেয় ৪৫ হাজার ৩শ ৬০ জন। উত্তীর্ণ হয় ২৯ হাজার ৪শ ৪ জন। পাশের হার ৬৩ দশমিক ৮২ ভাগ। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২৬ হাজার ৭শ ৯২ জন। উত্তীর্ণ হয় ১৭ হাজার ২শ ১৩ জন।
পাশের হাজার ৬৪ দশমিক ২৫ ভাগ। ছাত্রী পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৫শ ৬৮ জন। উত্তীর্ণ হয় ১২ হাজার ১শ ৯১ জন। পাশের হার ৬৫ দশমিক ৬৬ ভাগ।
এবারে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩শ ৯০ জন।
যা গত বছরের চাইতে ২শ ৪০ জন বেশী। গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ২ হাজার ১শ ৫০ জন। এবার এ বোর্ডের ৭ প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। শূণ্য পাশের প্রতিষ্ঠান একটিও নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।