অবশেষে সম্পন্ন হলো রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা। স্ত্রী লুদমিলার সঙ্গে ৩০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন তিনি। গতকাল ক্রেমলিনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গত বছর তারা এই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
মুখপাত্র দিমিত্রি পেস্কোভ কোনোরকম বর্ণনা ছাড়াই বলেন, আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কাজ সম্পন্ন হয়েছে।
২০০৮ সালে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অলিম্পিক জিমন্যাস্টিক এলিনা কাবেভাকে বিয়ে করবেন পুতিন। ১৯৮৩ সালে পুতিন লুদমিলাকে বিয়ে করেন। আর এলিনা কাবেভা ওই বছরই জন্মগ্রহণ করেন। পরবর্তীতে পুতিন বিয়ে করার বিষয়টি অস্বীকার করেন। কাবেভাও পুতিনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন।
প্রসঙ্গত, গত বছরের জুনে পুতিন ও তার স্ত্রী রাশিয়ার সরকারি টেলিভিশনে তাদের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটেছে বলে ঘোষণা দেন। পুতিন ও লুদমিলার ২০ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।