আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রকে পুতিনের চ্যালেঞ্জ

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টোকে পুতিন সাংবাদিকদের বলেন, সিরিয়া সরকারের এ ধরনের হামলা চালানোর অর্থ বিরোধীদের তার ওপর হামলার জন্য উস্কে দেয়া।
তাই হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করা পরিহাসের বলেও মন্তব্য করেন তিনি।
সিরিয়ায় সামরিক অভিযান চালানোর আগে শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে অভিযান পরবর্তী সিরিয়ার পরিস্থিতি বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে।
“এ ধরনের পরিস্থিতিতে যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সামরিক হস্তক্ষেপ দাবি করে আসছে তাদের ট্রাম্প কার্ড দেয়া পুরোপুরি নির্বুদ্ধিতা।

তাই আমি নিশ্চিত যারা অন্য দেশকে সিরীয় সংকটে জড়াতে চায় এটা তাদেরই উস্কানি ছাড়া আর কিছু নয়। ”
সিরিয়ার সরকারের বিরুদ্ধে হামলা চালানোর কোনো প্রমাণ থাকলে তা জাতিসংঘে উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে পুতিন বলেন, “কোনো প্রমাণ থাকলে তা দেখানো উচিত। যদি তা দেখানো না হয় তাহলে বুঝতে হবে তাদের কাছে কোনো প্রমাণ নেই। ”
শুক্রবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে গত ২১ অগাস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র হামলায় এক হাজার চারশ’ ২৯ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়।
তারপর প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ‘সীমিত’ আকারে সামরিক অভিযান চালানোর প্রক্রিয়া নিয়ে পরিকল্পনা করছে তারা।


এদিকে গত চার দিন রাসায়নিক হামলাস্থল পরিদর্শন করে শনিবার সকালে সিরিয়া ছেড়েছে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.